আর কে যেতে পারেন দল ছেড়ে তারই খোঁজে বিধায়ক, নেতাদের বাড়ির উপরেও ‘নজর’ রেখেছেন ‘টিম পিকে’-র সদস্যরা। কেউ কেউ বারবার ফোন করে তাঁদের মন বোঝার চেষ্টা করছেন। তৃণমূলের অন্দরমহলেই এমন খবর ছড়িয়েছে।
কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল ছাড়ার পর আশঙ্কা ছড়িয়েছে শাসক-শিবিরে। বিজেপি নেতারাও দিল্লিতে বসে মাঝেমধ্যেই হাওয়া তুলছেন— রাজ্যের শাসকদলের আরও বিধায়ক, নেতা গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন।
তবে প্রকাশ্যে ওই দাবি মানতে নারাজ শাসকদলের কেউ। প্রদেশ তৃণমূল সহ-সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, তিনি বিষ পান করতেও রাজি, কিন্তু দলবদল করবেন না। তাঁর কথায়, ‘‘বিজেপির পক্ষে মানুষ নেই।’’ তৃণমূলের কোচবিহার জেলার কো-অর্ডিনেটর তথা বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, ‘‘কেউই বিজেপিতে যাবেন না।’’