দু’টো কুঁড়ি ও একটি চা পাতার বাইরেও এক জগত আছে। চা শ্রমিকদের থিয়েটারের পাঠ শিখিয়ে সেই বার্তা দিচ্ছে ‘বকুলবন রঙ্গমঞ্চ’। মধু চা বাগানে নাটকের কর্মশালার আয়োজন করেছে ওই নাট্য সংস্থা। তাতে যোগ দিয়েছে পড়ুয়া-সহ ১৫ জন কিশোরী-তরুণী। তাঁরাই মঞ্চে তুলে ধরবেন ১৯২১ সালের ব্রিটিশ আমলের ‘চরগোলা এক্সোডাস’ বা ‘মুলুক চলো’ শ্রমিক আন্দোলনের দৃশ্য। ‘সাদরি’ ভাষায় রচিত ওই নাটকের নাম ‘এক বাগিচা কথা আহে’ অর্থাৎ ‘একটি বাগানের কথা’।
নাট্য সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রায় দশ দিন ধরে কলকাতা থেকে আগত বকুলবন রঙ্গমঞ্চের সদস্য রুম্পা গুঁই ও শুভব্রত দে প্রশিক্ষণ দিচ্ছেন। নাটকের সঙ্গীত পরিচালনা করেছেন বাগানেরই অবসরপ্রাপ্ত শ্রমিক অশীতিপর রামিয়া মুন্ডা। নাটকের পোশাক তৈরি করছেন মধু চা বাগানের বাসিন্দারাই। আগামী রবিবার মধু চা বাগানেই পরিবেশিত হবে নাটক। যেখানে ফুটে উঠবে ব্রিটিশ আমলে ইংরেজ বাগান মালিকদের শোষণের বিরুদ্ধে চা শ্রমিকদের অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই। আগামীতে বড় মঞ্চেও ওই নাটক উপস্থাপিত হবে বলে জানিয়েছে ওই নাট্য সংস্থা।
বাগানের বাসিন্দা নিশা ইন্দোয়ার বলেন, ‘‘এমন প্রতিভা যে আমাদের মধ্যে ছিল, জানতাম না। এখন আমরা অভিনয় জগতে যাওয়ার
স্বপ্ন দেখছি।’’
কিশোরী নিয়তি ধানওয়ার বলে, ‘‘চা বাগান মানেই শুধু দু’টো কুঁড়ি আর একটি পাতা নয়। সেই ধারণা বদলাচ্ছে। বিভিন্ন মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরার চেষ্টা করছি।’’
নাটকের প্রশিক্ষণের সঙ্গে জড়িত রুম্পা গুঁই বলেন, ‘‘এই চা বাগান, বনবস্তিতে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে। তা তুলে ধরতে এবং তাঁদের মঞ্চ দেওয়ার চেষ্টা করছি আমরা। সাড়াও পাচ্ছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)