Advertisement
E-Paper

আসছেন অতিরিক্ত পর্যবেক্ষক

অতিরিক্ত একজন করে পর্যবেক্ষক আসছেন শিলিগুড়ি মহকুমার সমতলের তিন কেন্দ্রে। পাহাড়ের তিনটি বিধানসভায় দু’জন করে পর্যবেক্ষক পাঠানো হলেও, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া এই তিন বিধানসভায় তিন জন করে পর্যবেক্ষক থাকবেন বলে নির্বাচন কমিশন সূত্রে এখনও পর্যন্ত জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ০২:৫২

অতিরিক্ত একজন করে পর্যবেক্ষক আসছেন শিলিগুড়ি মহকুমার সমতলের তিন কেন্দ্রে। পাহাড়ের তিনটি বিধানসভায় দু’জন করে পর্যবেক্ষক পাঠানো হলেও, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া এই তিন বিধানসভায় তিন জন করে পর্যবেক্ষক থাকবেন বলে নির্বাচন কমিশন সূত্রে এখনও পর্যন্ত জানানো হয়েছে।

চলতি সপ্তাহেই সব বিধানসভা কেন্দ্রে এক জন করে পর্যবেক্ষক চলে আসার কথা রয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে সাধারণ এবং আইনশৃঙ্খলা এই দুই পর্যবেক্ষকের সঙ্গে এ বারে প্রথম ভোটারদের সচেতন করার জন্যও একজন করে (অ্যাওয়ারনেস) পর্যবেক্ষক থাকবেন। মূলত ভোটাররা ভয় পাচ্ছেন কি না অথবা তাঁরা ভোট দেওয়ার খুঁটিনাটি জানেন কি না, তা-ই খতিয়ে দেখবেন এই পর্যবেক্ষকরা। শিলিগুড়ি মহকুমার তিন কেন্দ্রেই এ বারে এই পর্যবেক্ষকরা থাকবেন বলে জানা গিয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে দার্জিলিং জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে পর্যবেক্ষকদের সংখ্যার যে তালিকা পাঠানো হয়েছে, তাতেই অতিরিক্ত পর্যবেক্ষকের কথার উল্লেখ রয়েছে। আসন পিছু সাধারণত দু’জন করে কমিশনের পর্যবেক্ষক থাকেন। জেলার সব বিধানসভা কেন্দ্র পিছু এক জন করে খরচের হিসেব দেখার পর্যবেক্ষকও থাকেন। এবারে বেশ কয়েকজন বিশেষ পর্যবেক্ষকও জেলাগুলিতে পৌঁছতে পারে বলে কমিশন জানিয়েছিল। শিলিগুড়ি মহকুমার তিন আসনেই বিশেষ পর্যবেক্ষক থাকছেন। দার্জিলিঙের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘পর্যবেক্ষকরা দ্রুত আসবেন বলে আমাদের জানানো হয়েছে। কোন বিধানসভায় কতজন পর্যবেক্ষক থাকবেন, তা কমিশনই ঠিক করবে। ঠিক কতজন পর্যবেক্ষক বিধানসভা পিছু থাকবেন তার বিস্তারিত তালিকা এখনও পাওয়া যায়নি।’’

প্রশাসন সূত্রের খবর, কোনও বিধানসভা ক্ষেত্রকে অথবা সেই এলাকার কোনও অংশকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হলে অতিরিক্ত পর্যবেক্ষক পাঠানো হয়।

এ ক্ষেত্রে কমিশন শিলিগুড়ি মহকুমার তিন আসনকেই স্পর্শকাতর মনে করছে বলে প্রশাসনের কর্তাদের একাংশ দাবি করেছে। যদিও, সাম্প্রতিক পুরসভা এবং পুরসভা ভোটে আইনশৃঙ্খলা অবনতির বিশেষ কোনও ঘটনা নেই বলে প্রশাসনের দাবি। পুরসভা ভোটে দুই বুথে পুনর্নির্বাচন হলেও, প্রযুক্তিগত কারণে হয়েছে বলে প্রশাসনের দাবি। তবে, মহকুমা পরিষদের ভোটে একটি কেন্দ্রে গোলমালের অভিযোগে পুনর্নির্বাচন হয়। যদিও, রাজনৈতিক দলের একাংশের দাবি নিচু তলায় বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়ে যে ভাবে শিলিগুড়িতে পুরসভা এবং মহকুমা পরিষদ ভোট হয়েছিল, সেই আসন সমঝোতাতেই রাজ্যে ভোট চলছে। রাজ্যে বিরোধী জোটের পথ দেখানো শিলিগুড়ি তাই রাজনৈতিক ভাবে স্পর্শকাতর বলেই দাবি করছেন অনেকে। সে কারণেও কমিশন শিলিগুড়ি নিয়ে বাড়তি সর্তক হতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

election story election election commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy