Advertisement
০২ জুন ২০২৪

গোষ্ঠী কোন্দল নিয়ে তোপ, বিতর্কে নেতা

কলেজ ভোটে গোষ্ঠী কোন্দল নিয়ে সাংবাদিক বৈঠকে সরাসরি দলের জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে বিতর্কের মুখে পড়েছেন তৃণমূলের জলপাইগুড়ির জেলা যুব সভাপতি। ওই ভোটকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই তৃণমূলের ঘরোয়া বিবাদ চলছে বলে অভিযোগ রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ০১:০০
Share: Save:

কলেজ ভোটে গোষ্ঠী কোন্দল নিয়ে সাংবাদিক বৈঠকে সরাসরি দলের জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে বিতর্কের মুখে পড়েছেন তৃণমূলের জলপাইগুড়ির জেলা যুব সভাপতি। ওই ভোটকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই তৃণমূলের ঘরোয়া বিবাদ চলছে বলে অভিযোগ রয়েছে। শনিবার যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘জলপাইগুড়িতে টিএমসিপি-র অন্দরে দু’টো গোষ্ঠী। একটি, সৌরভ চক্রবর্তীর। অন্যটি তৃণমূলপন্থী সাধারণ ছাত্রছাত্রীদের৷’’ তাঁর অভিযোগ, সৌরভপন্থী নেতাদের সঙ্গে মত পার্থক্যের জন্যই শুভঙ্কর মিশ্র বলে এক যুব তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে জখম করা হয়৷ এ বিষয়ে সৌরভবাবু জানান, দলে গোষ্ঠী বিরোধ আছে বলে প্রকাশ্যে কেউ বিবৃতি দিতে পারেন না। তিনি বলেন, ‘’শীর্ষনেতাদের না জানিয়ে কোনও পদক্ষেপ করিনি ও করব না।’’ শহরের কলেজের ভোটে যুব তৃণমূল কর্মীদের সক্রিয় হতে দেখা যাচ্ছে। টিএমসিপি জেলা নেতাদের প্রশ্ন, ছাত্র ভোটে কেন যুব সংগঠন হস্তক্ষেপ করবে? এ নিয়ে একটি রিপোর্ট রাজ্য নেতাদের কাছে পাঠানো হয়েছে বলে দাবি টিএমসিপির।

চালু নতুন কোর্স। উত্তরবঙ্গে প্রথম কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট কোর্স চালু হল জলপাইগুড়ি আনন্দচন্দ্র কমার্স কলেজে। এ দিন ওই কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে কোর্সটির উদ্বোধন করেন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার সভাপতি মানস কুমার ঠাকুর৷ সোমবার থেকে অন লাইনে এই কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Group clash TMCP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE