ছেলেমেয়ের পড়াশোনার খরচ জোগাতে একা হাতে প্রতিমা তৈরি করে তা বিক্রি করেছেন টুম্পা পাল। কালিয়াগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আখানগর পালপাড়ার বাসিন্দা টুম্পা জানালেন, ছাঁচের সরস্বতী ও লক্ষ্মী প্রতিমা তৈরি করেন তিনি। সেই প্রতিমা বিক্রির লাভ দিয়ে তিনি ছেলেমেয়ের গোটা বছরের পড়াশোনার খরচ জোগান। রবিবার সকালে কালিয়াগঞ্জ রেল স্টেশনের শনিমন্দির চত্বরে লক্ষ্মী প্রতিমা বিক্রি করতে এসেছিলেন টুম্পা।
টুম্পার দাবি, এ বছর ছোট-বড় মিলিয়ে মোট ৩৫০টি লক্ষ্মী প্রতিমা তৈরি করেছেন। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা থাকায় মাত্র ৫০টি প্রতিমা বিক্রির জন্য এনেছেন। সোমবার বৃষ্টি হলে বা আকাশ মেঘলা থাকলে বাকি প্রতিমাগুলি বিক্রি হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে টুম্পা জানালেন।
টুম্পার স্বামী রাজু পাল একটি হোটেলের কর্মী। অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজও করেন তিনি। তা দিয়ে কোনও মতে সংসার চলে। তাঁদের মেয়ে এ বছর কলা বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র। টুম্পা বলেছেন, ‘‘মাটি ও রঙের দাম যেভাবে দিন-দিন বেড়ে চলেছে তাতে প্রতিমা বিক্রি করে আগের তুলনায় অনেক কম লাভ হয়। তবুও ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিমা তৈরি করি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)