আবার রাজ্যে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের উপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে ঘটল এই ঘটনা। এ বার মালদহের কালিয়াচক। বেআইনি কাশির ওষুধ উদ্ধার করতে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশকর্মীরা। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার তল্লাশি অভিযানে গিয়েছিল কালিয়াচক থানার পুলিশ। তবে ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দু’জন। তবে লক্ষ্যভ্রষ্ট হয়। তার পরই পুলিশ দু’জনকে ধরে। ধৃতেরা হলেন বরুণ মণ্ডল এবং মিঠুন শেখ। দু’জনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকায়।
জানা গিয়েছে, বরুণের বাড়ি উমাকান্ত টোলার জানুটোলা এলাকায়। আর মিঠুনের বাড়ি দক্ষিণ কদমতলায়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ১০০ বোতল ফেনসিডিল (কাশির ওষুধ)। এ ছাড়াও একটি সেভেন এমএম পিস্তল, দু’টি কার্তুজ, একটি ম্যাগাজিন পাওয়া গিয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গোয়ালপোখরে পুলিশের উপর গুলি চালিয়ে আদালত চত্বর থেকে পালিয়ে গিয়েছিলেন খুনের আসামি সাজ্জাক আলম। দু’জন পুলিশকর্মী তাঁর গুলিতে জখম হন। ঘটনার দু’দিন পরে সাজ্জাককে চোপড়ার বাংলাদেশ সীমান্তে গুলি করে মারে পুলিশ। এর পর ওই ঘটনার সঙ্গে যুক্ত সাজ্জাকের সহযোগী আব্দুল হোসেন এবং হবিবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।