Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ডাক্তার কম, চিন্তা বাড়ছে

সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নানা ঘাটতি তো রয়েছেই৷ জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, ব্লক স্বাস্থ্যকেন্দ্র বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র—সবেতেই চলছে চিকিৎসকের চরম সঙ্কট৷

ঘাটতি: হাসপাতালে। নিজস্ব চিত্র

ঘাটতি: হাসপাতালে। নিজস্ব চিত্র

পার্থ চক্রবর্তী
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ০২:৪৪
Share: Save:

সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নানা ঘাটতি তো রয়েছেই৷ জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, ব্লক স্বাস্থ্যকেন্দ্র বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র—সবেতেই চলছে চিকিৎসকের চরম সঙ্কট৷ তা মেটাতে এ বার বেসরকারি চিকিৎসকদের শরণাপন্ন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর৷ আউটডোর চালাতে ১২ জন চিকিৎসকের নামও রাজ্য স্বাস্থ্য দফতরে পাঠিয়েছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা৷

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এই মুহূর্তে গোটা জেলায় সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালাতে যত জন চিকিৎসকের প্রয়োজন, তার তুলনায় ১৬৯ জন চিকিৎসক কম রয়েছেন৷ তার জেরেই কপালে চিন্তার ভাঁজ স্বাস্থ্যকর্তাদের৷ পরিস্থিতি সামলাতে সে জন্যই সরকারি স্বাস্থ্য পরিষেবায় বেসরকারি চিকিৎসকদের নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে৷

জেলা স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, এই মুহুর্তে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন মোট ৬১ জনের৷ যেখানে রয়েছে মাত্র ৩ জন৷ ওই হাসপাতালে জিডিএমও প্রয়োজন অন্তত ২০ জন৷ কিন্তু একজনও নেই৷ মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকের থাকার কথা, রয়েছেন মাত্র চার জন৷ ওই হাসপাতালে জিডিএমও প্রয়োজন অন্তত ১১ জন৷ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ছাড়াও জেলা হাসপাতালেও বিশেষজ্ঞ চিকিৎসক বা জিডিএমওর অভাব রয়েছে৷ জলপাইগুড়ির সিএমওএইচ জগন্নাথ সরকার জানিয়েছেন, সব মিলিয়ে ১৬৯ জন চিকিৎসক চেয়ে সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দফতরে চিঠি দিয়ে আর্জি জানানো হয়েছে৷ চিকিৎসকের সমস্যা মেটাতে বেসরকারি চিকিৎসকদেরও সরকারি চিকিৎসা পরিষেবায় কাজে লাগানোর উদ্যোগ শুরু হয়েছে৷ স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এ ব্যাপারে সরকারি নিয়ম আগেই চালু রয়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Doctors
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE