বিকাশ ভবনের আশ্বাসে আন্দোলন তুলে নিলেন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন বিভাগের পড়ুয়ারা। বৃহস্পতিবার থেকে ফের কলেজের বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়েছে। প্রয়োজনীয় শিক্ষক না থাকার প্রতিবাদে বুধবার সকালে কলেজ গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে নামেন ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন বিভাগের পড়ুয়ারা। আন্দোলনের জেরে বিভিন্ন বিভাগের পঠনপাঠন বন্ধ হয়ে যায়। অবশেষে কর্তৃপক্ষের হস্তক্ষেপে অচলাবস্থা কাটল। কলেজের অধ্যক্ষ জ্যোতির্ময় ঝম্পটি বলেন, “বুধবার বিকেলের পর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিকাশ ভবনের কর্তাদের সঙ্গে কয়েক দফায় আলোচনা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। ছাত্ররা ওই আশ্বাসের কথা শুনে আন্দোলন তুলে নিয়েছে।” বুধবার ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন বিভাগের ছাত্রদের আন্দোলনের পাশে কলেজের অন্য বিভাগের ছাত্ররা দাঁড়ায়। ওই কারণে কলেজ অচল হয়ে পড়ে।