Advertisement
০৫ মে ২০২৪

বনভোজনে বৃদ্ধ-বৃদ্ধারা

বাসরা নদীর পাশে খয়েরের জঙ্গলে কয়েকশো বৃদ্ধবৃদ্ধাকে নিয়ে দিনভর চলল বনভোজন। রবিবার সকালে কালচিনির বিভিন্ন চা বাগান থেকে তাঁদের গাড়ি করে সেখানে নিয়ে আসা হয়। বনভোজনের উদ্যোক্তা ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোহন শর্মা।

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৬ ০২:৩২
Share: Save:

বাসরা নদীর পাশে খয়েরের জঙ্গলে কয়েকশো বৃদ্ধবৃদ্ধাকে নিয়ে দিনভর চলল বনভোজন। রবিবার সকালে কালচিনির বিভিন্ন চা বাগান থেকে তাঁদের গাড়ি করে সেখানে নিয়ে আসা হয়। বনভোজনের উদ্যোক্তা ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোহন শর্মা। বৃদ্ধ বৃদ্ধাদের এই বনভোজন দশ বছরে পড়ল। জেলা পরিষদের সভাধিপতি মোহন শর্মার দাবি, হাজার খানেক বৃদ্ধ বৃদ্ধা এসেছিলেন। তাদের মাফলার, টুপি ও কম্বল দেওয়া হয়েছে। সকালের টিফিনে ছিল লুচি, ছোলার ডাল ও জিলিপি। দুপুরে ভাত, ডাল, বেগুনি দু’রকমের তরকারি, পাপড় ভাজা, চাটনি। বিকেলে কমলালেবু এবং আপেল দেওয়া হয়। উপস্থিত ছিলেন এডিজি কুন্দনলাল টামটা, এডি এম জেলা পরিষদ শংকর প্রসাদ পাল। এ দিন সমবয়সীদের সঙ্গে খাওয়া দাওয়া ও গল্পগুজবে মেতে ওঠেন নানা চা বাগানের বয়স্ক মানুষেরা। চুয়পাড়ার মাগ্নিক ওরাঁও, কালচিনির মাইলা লামা, ভাটপাড়ার শনিচারুয়া মাহলি, এতোয়া ওরাঁও বলেন, ‘‘সারাবছর ঘরে থাকি। শীতে কেউ আমাদের মতো বয়স্কদের নিয়ে পিকনিকের আয়োজন করলে ভালই লাগে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

old people picnic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE