Advertisement
E-Paper

মুখ্যমন্ত্রীর নির্দেশে এ মাস থেকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়ার কাজ শুরু করছে নবান্ন, পুজোর আগেই লক্ষ্য পূরণের চেষ্টা

আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানের পর তিন দিন সরকারি ছুটি ছিল। তাই ঠিক হয়েছে, আগামী সোমবার, সপ্তাহের প্রথম দিন থেকেই এই বিষয়ে পদক্ষেপ করা শুরু করবে সংশ্লিষ্ট বিভাগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১২:৪০
cycle

—প্রতীকী ছবি।

এ বছর কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল উপহার দেওয়া হবে। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার উদ্যোগ শুরু করে দিয়েছে নবান্ন। প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, অগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই সাইকেল দেওয়ার কাজ শুরু করে দিতে চাইছেন নবান্নের শীর্ষকর্তারা। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে শারদোৎসব। তার আগেই যাতে সিংহভাগ ছাত্রছাত্রীর হাতে সাইকেলের চাবি তুলে দেওয়া যায়, সেই বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে জোরকদমে। ১৪ অগস্ট মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে টানা তিন দিন সরকারি ছুটি ছিল। তাই সোমবার সপ্তাহের প্রথম দিন থেকেই এই বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সবুজ সাথী প্রকল্পের আওতায় স্কুলপড়ুয়াদের (নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) সাইকেল বরাদ্দের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দফতরকে দেওয়া হয়েছে। সাইকেল কেনা ও বিতরণ কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ এসসি, এসটি এবং ওবিসি উন্নয়ন এবং আর্থিক বিষয়ক পর্ষদকে। এই প্রতিষ্ঠানটি নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে। এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। নতুন করে আরও ১২ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেলে প্রায় দেড় কোটি ছাত্রছাত্রী সবুজ সাথী প্রকল্পে সাইকেল পাবেন বলে দাবি করেছেন নবান্নের এক শীর্ষ আধিকারিক।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে আগামী বছর বিধানসভা নির্বাচনের সমীকরণ হিসাবেই দেখছে বাংলার রাজনৈতিক মহলের একাংশ। তাদের কথায়, তৃণমূল সরকারের বড় ভোটব্যাঙ্ক হচ্ছে সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের উপভোক্তারা। আর আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। তার আগে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ সুবিধা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী। সে কথা মাথায় রেখেই তিনি কন্যাশ্রী দিবসের দিন ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই বার্তা পৌঁছে গিয়েছে প্রশাসনের সর্বস্তরে। তাই উৎসবের মরসুম শুরুর আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিটিয়ে থাকা ছাত্রছাত্রীদের কাছে সাইকেলের চাবি পৌঁছে দিতে সক্রিয় নবান্নের শীর্ষকর্তারা।

Sabuj Sathi TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy