বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে এবং রবি সিংহের উপরে হামলার ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ভিকি রায়। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে তাঁকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। অভিযোগ, ঘটনার পর থেকে লুকিয়ে ছিলেন ভিকি। আদালতে তোলা হলে শুক্রবার বিচারক ১৮ নভেম্বর পর্যন্ত তাঁকে এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেন। এনআইএ-র কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরী জানান, ধৃতের কাছ থেকে কিছু নথি, একটি মোবাইল উদ্ধার হয়েছে। ওই মামলার ‘মাস্টার মাইন্ড’ এখনও পলাতক। তাই তদন্তের স্বার্থে ভিকিকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছিল।
সূত্রের খবর, আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে ২৪ অগস্ট বন্ধ ডেকেছিল বিজেপি সমর্থিত একটি সংগঠন। অভিযোগ, ওই দিন বিজেপি নেতা অর্জুন সিংহের দুই ঘনিষ্ঠ নেতা রবি সিংহ এবং প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য তাঁরা প্রাণে বাঁচেন। প্রথমে ব্যারাকপুর কমিশনারেট তদন্ত করলেও পরে এনআইএ তদন্তভার নেয়। এনআইএ জানিয়েছে, ঘটনার সিসি ক্যামেরা খতিয়ে দেখে কয়েক জন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়। তার মধ্যে ছিলেন ভিকি। কিন্তু তিনি নিজের বাড়িতে না থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। ওই ঘটনায় এনআইএ ভিকিকে প্রথম গ্রেফতার করলেও জেলা পুলিশ দশ জনকে আগেই গ্রেফতার করেছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)