৭৪ বছরের প্রবীণ তৃণমূল বিধায়ক পরেশ পাল কোনও খুনের ঘটনায় যুক্ত থাকতে পারেন না। এমনটাই বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই। বুধবার তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের তরফে জানা গিয়েছে, কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় বেলেঘাটার বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সিবিআইয়ের এমন তলব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।
ফিরহাদ বলেন, ‘‘কেউ ভাবতে পারবে না যে, ৭৪ বছর বয়সের পরেশ পাল খুন করিয়েছেন। ৭৪ বছর বয়স তাঁর। আমরা ছোটবেলা থেকে পরেশদাকে দেখে এসেছি। এটা কি ইয়ার্কি মারা হচ্ছে! অমিত শাহ যা বলবেন, তা-ই করতে হবে? এত প্রবীণ একজন নেতা! আমরা সবাই শ্রদ্ধা করি তাঁকে। বয়স্ক মানুষকে নিয়ে এমন কাজ ইয়ার্কি ছাড়া কিছু নয়।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আদালতের অজুহাত দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা হচ্ছে।’’