সরানো হল বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। তাঁর জায়গায় আসছেন সুন্দরবন পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায়। সুন্দরবন পুলিশ জেলার সুপার পদে নিয়ে আসা হচ্ছে কোটেশ্বর রাও নালাবতকে। ঘটনাচক্রে শনিবার রাতেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বীরভূমের মাড়গ্রামে।
শনিবার রাজ্য প্রশাসনের তরফে জারি করা হয়েছে ওই বিজ্ঞপ্তি। তাতে বলা হয়েছে, নগেন্দ্রনাথকে পাঠানো হয়েছে অফিসার অন স্পেশাল ডিউটি হিসাবে। তাঁর পদমর্যাদা ডিআইজি। শনিবারই রাত ১০টা নাগাদ মাড়গ্রাম হাসপাতাল মোড়ের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় হতাহতও হয়। তার পর জারি হয়েছে বীরভূমের পুলিশ সুপারকে বদলির বিজ্ঞপ্তি। যদিও এই বদলি রুটিনমাফিক বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বদলি নিয়ে নগেন্দ্রনাথ বলেন, ‘‘যেখানে আমাকে পাঠানো হবে সেখানে আমি দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করব।’’
আরও পড়ুন:
-
তপন কান্দু খুনে ঝালদার নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই
-
মাতকাতপুরে বাজিমাত! দুয়ারে পাওয়ার ঘোরে গ্রামবাসীরা, ‘নেতা’ থেকে ‘দাদা’ হলেন অভিষেক
-
‘মানহানি করেছেন’! কুন্তলকে জড়িয়ে মন্তব্যের জেরে সৌমিত্রকে আইনি নোটিস পাঠালেন সায়নী
-
ঐন্দ্রিলার জন্মদিনে কে রাঁধবে, কে খাবে? ধুম জ্বর এসেছে সব্যসাচীর, মায়ের গলা কাঁপছে
২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের পুলিশ সুপার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল নগেন্দ্রনাথকে। শনিবার বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনার পর থেকে তপ্ত মাড়গ্রাম। সেখানে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। বসানো হয়েছে পুলিশ পিকেট।