Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Narendra Modi

TMC: বকেয়া মিটিয়ে দিলেই পাঁচ বছরের জন্য কর মকুব পেট্রল-ডিজেলে, মোদীকে জানাল তৃণমূল

তৃণমূলের টুইটারে লেখা হয়েছে, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি কেন্দ্রীয় সরকার আমাদের বকেয়া পরিশোধ করে, পশ্চিমবঙ্গ সরকার আগামী পাঁচ বছরের জন্য পেট্রল এবং ডিজেলে সমস্ত কর ছাড় দেবে!  কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে ৯৭,৮০৭ কোটি ৯১ লক্ষ টাকা। নরেন্দ্র মোদীজি, দেখা যাক আপনি দিতে পারেন কি না।’

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ২২:৩১
Share: Save:

বুধবার দুপুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগের জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সন্ধ্যায় কেন্দ্রের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ল তৃণমূল। দলের টুইটার হ্যান্ডলে জানানো হয়েছে, মোদী সরকার যদি রাজ্যকে তার বকেয়া প্রাপ্য মিটিয়ে দেয় তবে পশ্চিমবঙ্গ সরকার আগামী পাঁচ বছরের জন্য পেট্রল-ডিজেলের উপর থেকে সমস্ত কর মকুব করে দেবে।

তৃণমূলের টুইটারে লেখা হয়েছে, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি কেন্দ্রীয় সরকার আমাদের বকেয়া পরিশোধ করে, পশ্চিমবঙ্গ সরকার আগামী পাঁচ বছরের জন্য পেট্রল এবং ডিজেলে সমস্ত কর ছাড় দেবে! কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে ৯৭,৮০৭ কোটি ৯১ লক্ষ টাকা। নরেন্দ্র মোদীজি, দেখা যাক আপনি দিতে পারেন কি না।’

বুধবার দুপুরে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী জ্বালানি থেকে ভ্যাট কমানোর আর্জি জানান। তিনি বলেন, ‘‘দেশবাসীকে সুবিধা দিতে গত নভেম্বর মাসে আন্তঃশুল্ক কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। তখনই রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছিল, তারাও যেন কর কমায়। কিন্তু কিছু রাজ্য কেন্দ্রের সেই কথা শুনে ভ্যাট কমালেও অনেক রাজ্যই তা করেনি। কোনও না কোনও কারণ দেখানো হয়েছে। এখন সেই সব রাজ্যকে অনুরোধ করছি গত ছ’মাস আগেই যেটা করার ছিল সেটা এখন করে মানুষের সুবিধা করে দেওয়া হোক।’’

বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ভ্যাট কমানোয় পেট্রলের লিটার প্রতি দামেরও উল্লেখ করেন মোদী। সেই সময় তিনি জানান, কলকাতায় দর ১১৫ টাকার আশপাশে আর কাছের রাজ্য উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ১০৫ টাকার আশপাশে। মোদীর মন্তব্যের চার ঘণ্টার মধ্যেই নবান্ন থেকে জবাব দেন মমতা। দাবি করেন, তাঁর সরকার চেয়েছিল পেট্রল, ডিজেলের উপরে রাজস্বের আধাআধি ভাগ হোক কেন্দ্র ও রাজ্যের মধ্যে। সেটা না মেনে ৭৫ শতাংশ রাজস্বই কেন্দ্র নিয়ে যাচ্ছে।

পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, ‘‘রাজ্যের উপরে বোঝা না চাপিয়ে নিজের দিকে দেখুন। আপনি পেট্রল, ডিজেল থেকে কত টাকা রাজস্ব আদায় করেছেন?’’ এর পরে হিসাব পেশ করে মমতা বলেন, ‘‘২০১৪ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত পেট্রল আর ডিজেল থেকে ১৭ লাখ ৩১ হাজার ২৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে মোদী সরকার।’’ রাজ্যের উপরে দায় চাপানোর চেষ্টা করে কাজ হবে না বলে জানিয়ে মমতা বলেন, ‘‘কেন্দ্রকে অবিলম্বে পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম কমাতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE