Advertisement
২৭ এপ্রিল ২০২৪
NRC

নাগরিক প্রতিবাদ

জাতীয় নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চের ডাকে মঙ্গলবার শিয়ালদহ থেকে নিউ মার্কেট পর্যন্ত পদযাত্রা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে পদযাত্রা।

প্রজাতন্ত্র দিবসে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে পদযাত্রা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ০৫:০০
Share: Save:

প্রজাতন্ত্র দিবসে ‘আমরা ভারতের নাগরিক’ কর্মসূচিতে শামিল হলেন জনজাতি, নমঃশূদ্র, মতুয়া, রাজবংশী, মুসলিম-সহ সব অংশের মানুষ। তাঁদের দাবি, ২০০৩ ও ২০১৯ সালের দু’টি নাগরিকত্ব আইনই বাতিল করতে হবে। জাতীয় নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চের ডাকে মঙ্গলবার ওই দাবিতে শিয়ালদহ থেকে নিউ মার্কেট পর্যন্ত পদযাত্রা হয়েছে।

নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে সমাবেশ।

নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে সমাবেশ। —নিজস্ব চিত্র।

পদযাত্রা শেষে জনসভায় বক্তা ছিলেন কপিলকৃষ্ণ ঠাকুর, অভীক সাহা, শরদিন্দু উদ্দীপন, প্রসেনজিৎ বসু, মনজর জমিল প্রমুখ। সব ধর্মনিরপেক্ষ দলগুলিকে এই দাবির পক্ষে অবস্থান নেওয়ার আবেদন জানান তাঁরা। প্রসেনজিৎ বলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩০ জানুয়ারি বনগাঁয় গিয়ে যদি নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দলিত-উদ্বাস্তুদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, যুক্ত মঞ্চ তার সমুচিত জবাব দেবে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NRC CAA NPR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE