বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ চলচ্চিত্রের টিজ়ার প্রকাশ্যে আসার পরেই তাঁর বিরুদ্ধে থানায় ঘৃণা-ভাষণ এবং ধর্ম-ভাবনায় আঘাত দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল কংগ্রেসের এক নেতা। এ বার ওই টিজ়ারকে সামনে রেখে বিজেপি, আরএসএসের বিরুদ্ধে ইতিহাস বিকৃতি ও সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগে সরব হল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’।
মঞ্চের তরফে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু শুক্রবার বলেছেন, “বিজেপি ও আরএসএস বাংলায় গোষ্ঠী-সংঘর্ষের জন্য প্ররোচনা দিচ্ছে। তাদের মদতপুষ্ট পরিচালক বিবেক বাংলার ইতিহাসকে বিকৃত করে চলচ্চিত্র বানিয়েছেন।” সঙ্গীতশিল্পী সৈকত মিত্র-সহ কয়েক জন অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী ২’ চলচ্চিত্রে বিপ্লবী ক্ষুদিরাম বসু, বারীন্দ্রকুমার ঘোষের নাম-‘বিকৃতি’ নিয়েও সরব হয়েছেন। যদিও এই প্রেক্ষিতে বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক বলেছেন, “টিজ়ার কিন্তু সিনেমা নয়। সিনেমাটি না দেখে কেউ অভিযোগ করলে, কিছু বলা যায় না। যাঁদের বলতে ইচ্ছা হচ্ছে, তাঁরা বলুন।” বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক-রাজনীতি করার অভিযোগ তুলেছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকারও। এর সঙ্গেই বর্তমান রাজ্য সরকারের আমলে বাংলার বিভিন্ন ক্ষেত্রে ‘অগ্রগতি’র দাবি করেছেন ব্যবসায়ী সি কে ধানুকা, প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী-সহ নানা ক্ষেত্রের বিশিষ্টজনেদের একাংশ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)