ট্রান্সফর্মার সারাইয়ের কাজ করতে গিয়ে সেই ট্রান্সফর্মারেই ঝুলে রইল দেহ। তড়িদাহত হয়ে মৃত্যু হল বিদ্যুৎ দফতরের এক কর্মীর। রবিবার ঘটনাটি ঘটেছে সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে।
স্থানীয় সূত্রে খবর, সকালে ট্রান্সফর্মারের কাজ করছিলেন ওই বিদ্যুৎকর্মী। আচমকা পিছন দিকে ঝুঁকে পড়েন তিনি। কোমরের উপরের অংশ পিছন দিকে ঝুঁকে ওই ভাবেই আটকে থাকেন ওই বিদ্যুৎকর্মী। মুহূর্তের মধ্যে হইচই শুরু হয় বাজারে। লোক জমে যায় এলাকায়। বিদ্যুতের কাজ করার সময় কোনও ভাবে তড়িদাহত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
ওই ভাবে বহু ক্ষণ দেহ ঝুলতে থাকে ট্রান্সফর্মারে। খবর পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে যান। উদ্ধারকাজে গিয়েছে সিউড়ি থানার পুলিশও। মৃতের নাম এবং পরিচয় এখনও জানা যায়নি।