Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Theft

পুরুলিয়া বাস স্ট্যান্ডে পুলিশি হানা, সকালে কোথায় রওনা দিয়েছে বাস, তা নিয়ে প্রশ্ন

পুরুলিয়া শহরের বাস স্ট্যান্ড এলাকায় রবিবার সন্ধ্যায় যান পুরুলিয়া সদর থানার কর্মীরা। তাঁরা বাসের সরকারি কন্ডাক্টর এবং চালকদের প্রশ্ন করেন সকালে কোন বাস কোথাকার উদ্দেশে রওনা দিয়েছে তা নিয়ে।

পুরুলিয়া বাস স্ট্যান্ডে কন্ডাক্টরদের জিজ্ঞাসাবাদ পুলিশের।

পুরুলিয়া বাস স্ট্যান্ডে কন্ডাক্টরদের জিজ্ঞাসাবাদ পুলিশের। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৮:৫৮
Share: Save:

আচমকা রবিবার সন্ধ্যায় পুরুলিয়া বাস স্ট্যান্ডে হানা দিল পুলিশ। বাস স্ট্যান্ডের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ কর্মীরা। রবিবার সকালে কোন বাস কখন কোথায় রওনা দিয়েছে তা নিয়ে বাস স্ট্যান্ডের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ কর্মীরা।

পুরুলিয়া শহরের বাস স্ট্যান্ড এলাকায় রবিবার সন্ধ্যায় যান পুরুলিয়া সদর থানার কর্মীরা। তাঁরা বাসের সরকারি কন্ডাক্টর এবং চালকদের প্রশ্ন করেন সকালে কোন বাস কোথাকার উদ্দেশে রওনা দিয়েছে তা নিয়ে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন তাঁরা। দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বাসের কর্মীদের। তথ্য সংগ্রহ করার পর অবশ্য চলে যান পুলিশকর্মীরা।

মোবাইলের দোকানে পুলিশ।

— নিজস্ব চিত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্র ট্যাক্সি স্ট্যান্ড এলাকার একটি মোবাইলের দোকানে হানা দেয় চোর। অভিযোগ, ওই দোকান থেকে মোবাইল, স্মার্ট ওয়াচ, হেডফোন ইত্যাদি বৈদ্যুতিন সামগ্রী নিয়ে যায় চোরেরা। দোকান মালিকের দাবি, ২৫-৩০ লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ বন্ধ হয়েছিল দোকান। রবিবার সকালে দোকান খুলতে গিয়ে মালিক দেখতে পান শাটার ভাঙা। তাঁর দাবি, চুরি গিয়েছে দোকানের সামগ্রীও। বিষয়টি পুরুলিয়া সদর থানার পুলিশকে জানান তিনি। ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, চুরি করে দুষ্কৃতীরা সকালের বাস ধরে পুরুলিয়া শহর ছেড়েছে। সেই ব্যাপারেই রবিবার সন্ধ্যায় পুলিশ খোঁজ নেয় বাস স্ট্যান্ডের কর্মীদের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Theft mobile police Investigation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE