প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টার ছিঁড়ে ফেলা এবং ফ্লেক্সে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, আসন্ন পুরভোটে বিজেপির দলীয় প্রার্থীদের একাধিক পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে। এই মর্মে রবিবার বোলপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি। ঘটনার কথা জানাজানি হতেই, বাড়তি গণ্ডগোলের আশঙ্কায় বোলপুরের ওই ওয়ার্ডে পুলিশ এবং কমব্যাট ফোর্স এলাকায় যায়। সরেজমিনে ঘটনার তদন্ত করেন বোলপুরের এসডিপিও অম্লানকুসুম ঘোষ ও আইসি প্রবীরকুমার দত্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী উদয়নারায়ণ ভকতের ফ্লেক্স কে বা কারা ছিঁড়ে দিয়েছিল। উদয়বাবুর অভিযোগ, ‘‘ওই ঘটনার বাবো ঘণ্টা পার হতে না হতেই শাসকদলের প্রার্থীর বিরাট ফ্লেক্স ওই জায়গায় দেওয়া হয়। শাসকদলের কর্মী সমর্থক ছাড়া এই অকাজ আর কেউ করতে পারে না।’’ ওই ঘটনার দু’দিন পার হতে না হতেই ফের ওই একাই ওয়ার্ডে বিজেপি প্রার্থীর দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্লেক্সে গোবর দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনিকী বিজেপি’র ওই ওয়ার্ড অর্থাৎ ১১ নম্বরের প্রার্থী অশোক সাহানি এবং পাশের ওয়ার্ড ১২ নম্বরের দলীয় প্রার্থী সঞ্জয় খটিকের একাধিক পোস্টার এবং ফ্লেক্স ছিঁড়ে ফেলা ও তাতে নষ্টামি করার অভিযোগ উঠেছে। এ দিন বিজেপি’র ওই দুই প্রার্থী বলেন, ‘‘এই জেলায় উন্নয়নে কী জোয়ার এসেছে সেগুলি নিয়ে রাজনৈতিক ময়দানে নামুক শাসকদলের প্রার্থীরা। রাতের অন্ধকারে এহেন ঘৃণ্য কাজ করে কী লাভ? আমরা বিষয়টি থানায় লিখিত ভাবে জানিয়েছি।’’ বিজেপি’র জেলা সহসভাপতি তথা বোলপুরে পুরভোটের দায়িত্বে থাকা দিলীপ ঘোষ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু বিজেপি’র নন, গোটা ভারতের। তাঁর ফ্লেক্সে গোবর ছেটানো, নোংরামি করা মানে গোটা ভারতবাসীর মুখে এমনিকী বোলপুর পুরবাসীর মুখে গোবর দেওয়ার মতো। এর জবাব বোলপুরবাসী দেবেন। শাসকদলের এই ঘৃণ্য কাজ ও নোংরা রাজনীতির কথা তুলে ধরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করব।’’ যদিও বিজেপি’র এই অভিযোগ মানেননি অভিযুক্ত শাসকদলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা দুই প্রার্থী। বিদায়ী পুরপ্রধান সুশান্ত ভকত ও বনিওয় ভকত বলেন, “বিজেপি অপপ্রচার করছে। এহেন কাজের সঙ্গে দলের কোনও যোগ নেই।”
রাজ্যের মৎস্যমন্ত্রী তথা বোলপুরে পুরভোটের দায়িত্বে থাকা তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি চন্দ্রনাথ সিংহ বলেন, “এর সঙ্গে দলের কোনও যোগ নেই। এহেন বিষয়কে দল ও আমি সমর্থন করি না। পুরভোটে নিশ্চিত হার জেনে বিজেপি অপপ্রচারের রাস্তায় নেমেছে। বোলপুরবাসী এর সঠিক জবাব দেবেন। নিজেরাই এহেন কাণ্ড করে তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে।”