মুর্শিদাবাদের লালবাঁধের পর এ বার বাঁকুড়ার বিষ্ণুপুরের আর এক ঐতিহ্যবাহী দিঘি পোকাবাঁধ থেকে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রেবতীমোহন চট্টোপাধ্যায় (৮২)। বাড়ি বিষ্ণুপুর শহরের কবিরাজপাড়া এলাকায়। পেশায় পুরোহিত রেবতীর মৃত্যু নিছক দুর্ঘটনা, না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে প্রতি দিন সকালে পোকাবাঁধে স্নান করতেন রেবতী। শনিবার সকালেও তিনি স্নানের জন্য পোকাবাঁধে যান। বেলা গড়িয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি দেখে খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। এর মধ্যে স্থানীয় বাসিন্দারা পোকাবাঁধে স্নান করতে নেমে দেখেন এক বৃদ্ধের দেহ ভাসছে। তড়িঘড়ি তাঁরা বিষ্ণুপুর থানায় খবর দেন। পুলিশ রেবতীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।
বিষ্ণুপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজয় ক্ষেত্রপাল বলেন, ‘‘রেবতীমোহন প্রায় সারাদিনই পুজোপাঠ নিয়ে থাকতেন। সকালে তাঁর ভাইপো আমাকে ফোন করে ঘটনার কথা জানান। আমি তড়িঘড়ি থানায় খবর দিয়েছিলাম। প্রাথমিক ভাবে আমাদের ধারণা, স্নান করার সময় জলে পড়ে বা হৃদ্যন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।’’