বাসস্ট্যান্ডের পাশে ছোট্ট দোকান ছিল তাঁর। সেখানে ফল বিক্রি করতেন যুবক। তবে রবিবার তাঁকে দোকানে দেখা যায়নি। সোমবার সকালে সেই যুবকের দেহ উদ্ধার হল বাসস্ট্যান্ড থেকেই। ঘটনাস্থল বীরভূমের সিউড়ি। কী ভাবে ফলবিক্রেতার মৃত্যু হয়েছে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। স্থানীয়দের দাবি, খুন করা হয়েছে তাঁকে। রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ আব্বাস উদ্দিন। বাড়ি সিউড়ির মাদ্রাসাপল্লি এলাকায়। পেশায় ফলবিক্রেতা ওই যুবক রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পর থেকে পরিবারের কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে পরিবারের কাছে খবর যায়, আব্বাসের নিথর দেহ পড়ে আছে সিউড়ি বাসস্ট্যান্ডের কাছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোন বাড়ির লোকজন। পৌঁছে যায় পুলিশও।
পরিবারের সদস্যদের দাবি, আব্বাসকে খুন করা হয়েছে। তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশ এ ব্যাপারে এখনও কিছু বলেনি। তবে মৃতের পরিবার সূত্রে খবর, আব্বাসের এক ঘনিষ্ঠ বন্ধু শনিবার সকালে ফোন করে তাঁকে ডেকেছিলেন। তার পর থেকেই নিখোঁজ ছিলেন ফলবিক্রেতা। দাবি করা হচ্ছে, ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনার রহস্যভেদ হবে।
আরও পড়ুন:
ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দেহ। প্রাথমিক ভাবে তাদেরও অনুমান, এটি খুনের ঘটনা। সেই অনুযায়ী তদন্ত চলছে।