Advertisement
E-Paper

রাজ্যকে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর

আমজনতার জন্য এই সরকার তিন বছরে ঠিক কী কী কাজ করেছে, শনিবার সংবাদমাধ্যমের কাছে তার ফিরিস্তি দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। নানা বিষয়ে রাজ্য সরকারের সমালোচনাও করতেও ছাড়েননি কেন্দ্রীয় এই মন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৭ ০১:৩৯
সাফাই: স্বচ্ছ ভারত কর্মসূচিতে নরেন্দ্র সিংহ তোমর। নিজস্ব চিত্র

সাফাই: স্বচ্ছ ভারত কর্মসূচিতে নরেন্দ্র সিংহ তোমর। নিজস্ব চিত্র

‘অচ্ছে দিন’ এর ডাক দিয়ে ক্ষমতায় আসা মোদী সরকারের তিন বছর পূর্তি হয়েছে। আমজনতার জন্য এই সরকার তিন বছরে ঠিক কী কী কাজ করেছে, শনিবার সংবাদমাধ্যমের কাছে তার ফিরিস্তি দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। নানা বিষয়ে রাজ্য সরকারের সমালোচনাও করতেও ছাড়েননি কেন্দ্রীয় এই মন্ত্রী।

দু’দিনের সফরে শুক্রবার সিউড়ি আসেন তোমর। দলীয় কর্মসূচির পাশাপাশি শুক্রবার একটি সরকারি অনুষ্ঠানেও যোগ দেন মন্ত্রী। শুক্রবার সকালে সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় স্বচ্ছভারত অভিযানে যোগ দেওয়ার পরে সাড়ে দশটা নাগাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী।

তোমরের দাবি, অনেক সময় কেন্দ্রীয় প্রকল্পগুলিকে রাজ্য সরকার নিজেদের বলে প্রচার করছে। যেমন খাদ্য সুরক্ষা। এই কেন্দ্রীয় প্রকল্পে দেশের ৮১ কোটি মানুষ ৩ টাকা কিলো দরে চাল ও ২ টাকা কিলো দরে গম পেয়ে থাকেন। কেন্দ্র প্রতি কিলো চাল কেনে ৩০ টাকায়। অর্থাৎ ভর্তুকি ২৭ টাকা। গম কেনে ১৬ টাকা প্রতি কিলো দরে। সেখানে ভর্তুকি ১৪ টাকা। তোমরের তোপ, ‘‘এক টাকাও রাজ্য সরকার এই প্রকল্পে দেয় না। তা হলে কৃতিত্ব নেবে কেন।’’ কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া নিয়েও অসন্তোষ জানান তিনি।

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, মুখ্যমন্ত্রী প্রায়ই অনুযোগ করেন কেন্দ্র টাকা দিচ্ছে না। মন্ত্রীর কথায়, ‘‘আমি পুরো কেন্দ্রীয় সরকারের কথা বলছি না। শুধু নিজের মন্ত্রক থেকেই গত তিনটি অর্থবর্ষে ৩৪ হাজার ৯৭৭.২৯ কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে।’’ রাজ্য সরকার সময়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ শেষ করছে না বলেও অভিযোগ করেন তিনি।

Suri State Government Narendra Singh Tomar নরেন্দ্র সিংহ তোমর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy