রোগীর আত্মীয়াকে নিগ্রহ করার অভিযোগ উঠল ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই চিকিৎসককে আবার পাল্টা মারধর করার অভিযোগও উঠেছে। এই গণ্ডগোলের জেরে সব মিলিয়ে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল রঘুনাথপুর ২ ব্লকের বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বিনীত রঞ্জন নামের ওই চিকিৎসক রোগীর আত্মীয়দের কয়েকজনের বিরুদ্ধে রঘুনাথপুর থানায় অভিযোগ দায়ের করলেন। অন্যদিকে ওই চিকিৎসকের বিরুদ্ধে বিওএমএইচ এবং ব্লক প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন রোগীর আত্মীয়েরাও।
রঘুনাথপুর ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল মিত্র বলেন, ‘‘চিকিৎসক বিনীতকে রোগীর আত্মীয়েরা মারধর করেছেন। রোগীর আত্মীয়দের আবার অভিযোগ ওই চিকিৎসক না কি তাঁদের নিগ্রহ করেছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘটনাটি জানিয়েছি। রোগীর আত্মীয়েরা লিখিত অভিযোগ জানালে বিভাগীয় তদন্ত করা হবে।”
ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পাড়া থানার ধুলাগড় গ্রামের বাসিন্দা তথা দুবড়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য মানিক বাউরি তাঁর চার বছরের মেয়ে পুনম বাউরিকে পেটে যন্ত্রণা ও বমির উপসর্গ নিয়ে ওই স্বাস্থ্যকেন্দ্রে যান। সঙ্গে ছিলেন কয়েকজন আত্মীয়ও। জরুরি বিভাগ ও অন্তর্বিভাগের দায়িত্বে থাকা বিনীতবাবু পুনমকে পরীক্ষা করে তাকে ভর্তি করিয়ে নেন।