Advertisement
E-Paper

মুকুটমণিপুরে কোভিড হাসপাতাল গড়ার প্রস্তাব

সূত্রের খবর, অনুমোদন পেলে মুকুটমণিপুর স্পোর্টস কমপ্লেক্সে কোভিড হাসপাতাল গড়া হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে।

সুশীল মাহালি 

শেষ আপডেট: ১৪ মে ২০২১ ০৫:৫৯
সেই স্পোর্টস কমপ্লেক্স। নিজস্ব চিত্র।

সেই স্পোর্টস কমপ্লেক্স। নিজস্ব চিত্র।

করোনা সংক্রমণ দ্রুতহারে বাড়ছে। চাপ বাড়ছে স্থাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলিতে। এই পরিস্থিতিতে দক্ষিণ বাঁকুড়ায় কোভিড হাসপাতাল তৈরির তোড়জোড় শুরু হয়েছে। বাঁকুড়া স্বাস্থ্য-জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেন বলেন, ‘‘খাতড়া হাসপাতাল কর্তৃপক্ষ ও মহকুমা প্রশাসনের তরফে খাতড়ায় একটি কোভিড হাসপাতালের প্রস্তাব এসেছে। এই দাবি রাজ্য স্তরে জানানো হয়েছে। অনুমোদন এলে, দ্রুত পরিষেবা চালু করা হবে।’’

সূত্রের খবর, অনুমোদন পেলে মুকুটমণিপুর স্পোর্টস কমপ্লেক্সে কোভিড হাসপাতাল গড়া হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা জায়গাটি পরিদর্শনও করে গিয়েছেন।

খাতড়া মহকুমা হাসপাতালে এ দিন বিকেলে একটি বৈঠক হয়। ছিলেন হাসপাতালের সুপার রতন শাসমল, এসডিও (খাতড়া) মৈত্রী চক্রবর্তী ও রানিবাঁধের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও গণবণ্টন দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। জ্যোৎস্নাদেবী জানান, খাতড়ায় কোভিড হাসপাতালের দাবি বেশ কিছু দিন ধরে উঠে আসছিল। তার ভিত্তিতে মহকুমাশাসক ও খাতড়া হাসপাতালের সুপার প্রাথমিক পরিকল্পনা তৈরি করেন। জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে তা পাঠানো হয়েছে। মন্ত্রী বলেন, ‘‘এলাকায় করোনা পরিস্থিতির বর্তমান অবস্থা ও প্রস্তাবের বিষয়টি কী অবস্থায় রয়েছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দ্রুত যাতে অনুমোদন পাওয়া যায়, সে ব্যাপারে স্বাস্থ্যভবনে কথা বলব।’’

এত দিন বাঁকুড়ার একমাত্র কোভিড হাসপাতাল ছিল ওন্দা সুপার স্পেশালিটিতে। সম্প্রতি বড়জোড়া সুপার স্পেশালিটিতে আংশিক ভাবে কোভিড হাসপাতাল চালু হয়েছে। বিষ্ণুপুর জেলা হাসপাতালেও করোনা রোগীদের জন্য কিছু শয্যা রাখা হয়েছে। তবুও বাঁকুড়া সদর ও বিষ্ণুপুর মহকুমায় করোনা রোগীরা ভর্তি হতে গিয়ে নাজেহাল হচ্ছেন। বিভিন্ন মহল থেকে জেলায় পরিকাঠামো বাড়ানোর দাবি উঠছিলই। খাতড়া হাসপাতালের সুপার রতনবাবু জানান, আদিবাসী অধ্যুষিত দক্ষিণ বাঁকুড়ায় করোনা আক্রান্ত মানুষজনকে প্রায় আশি কিলোমিটার দূরে ওন্দার কোভিড হাসপাতালে যেতে হয় মানুষজনকে। এই পরিস্থিতিতে খাতড়ায় ১০০ শয্যার কোভিড হাসপাতাল তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে।

এক স্বাস্থ্য আধিকারিক জানান, খাতড়া হাসপাতালের মধ্যেই আলাদা করে কোভিড হাসপাতাল করার প্রাথমিক ভাবনা হয়েছিল। কিন্তু অন্য রোগীদের থেকে দূরত্ব নিশ্চিত করতে তা অন্যত্র গড়ার সিদ্ধান্ত হয়। খাতড়া হাসপাতাল থেকে প্রায় আট কিলোমিটার দূরে, মুকুটমণিপুর স্পোর্টস কমপ্লেক্সে কোভিড হাসপাতাল করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে করোনা আক্রান্তদের জন্য ‘সেফহোম’ থাকায় প্রাথমিক পরিকাঠামোও তৈ‌রি রয়েছে। ফলে, অনুমোদন পেলে দ্রুত পরিষেবা চালু করা সম্ভব হবে বলে দাবি করেন তিনি। মহকুমাশাসক (খাতড়া) বলেন, ‘‘অনুমোদন পেলে এলাকার মানুষ খুব উপকৃত হবেন।’’ মুকুটমণিপুরে কোভিড হাসপাতাল চালু হলে দক্ষিণ বাঁকুড়ার রানিবাঁধ, রাইপুর, সিমলাপাল, সারেঙ্গা, হিড়বাঁধ, ইঁদপুর এলাকার রোগীদেরও সেখানে নিয়ে যেতে সুবিধা হবে বলে মনে
করা হচ্ছে।

COVID-19 coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy