Advertisement
১৯ মে ২০২৪

আটক দুর্গামূর্তি

বৈধ কাগজ না থাকায়, কলাভবন থেকে বাইরে নিয়ে যাওয়ার সময় ব্রোঞ্জের দুর্গামূর্তি-সমেত একটি গাড়ি আটক করল বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ। শনিবার সকালের এই ঘটনা। কলাভবনের শিল্প সামগ্রী বাইরে পাচার হচ্ছে জানাজানি হতেই নিরাপত্তা বিভাগের কর্মীরা তা আটক করেন। জানা গিয়েছে, কলাভবনের শিক্ষক কমলদীপ ধরের করা ওই মূর্তি কুলটির কোনও এক মন্দিরের জন্য বানানো হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:২৩
Share: Save:

বৈধ কাগজ না থাকায়, কলাভবন থেকে বাইরে নিয়ে যাওয়ার সময় ব্রোঞ্জের দুর্গামূর্তি-সমেত একটি গাড়ি আটক করল বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ। শনিবার সকালের এই ঘটনা। কলাভবনের শিল্প সামগ্রী বাইরে পাচার হচ্ছে জানাজানি হতেই নিরাপত্তা বিভাগের কর্মীরা তা আটক করেন। জানা গিয়েছে, কলাভবনের শিক্ষক কমলদীপ ধরের করা ওই মূর্তি কুলটির কোনও এক মন্দিরের জন্য বানানো হয়েছিল। কিন্তু ওই মূর্তি নিয়ে যাওয়ার সময় অজয় কুমার মাহাত নামে এক ব্যক্তি কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফোনে কমলদীপবাবু জানান, ‘‘ওই কাজটি ব্যক্তিগত কাজ। সচরাচর এই কাজগুলি বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বিভাগকে বিষয়টি জানান হয়। এ ক্ষেত্রে জানানো হয়নি। আজ রবিবার শান্তিনিকেতনে গিয়ে বিষয়টি খোঁজ নেব।’’ কলাভবনের অধ্যক্ষ দিলীপকুমারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে জানানো হয়, তিনি বাইরে আছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga idol Bolpur kalabhaban santiniketan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE