ফের হাতির তাণ্ডব পুরুলিয়ার বাঘমুণ্ডি রেঞ্জের লোকালয়ে। বৃহস্পতিবার রাতে জমিতে নেমে ফসলের ক্ষতি করা ছাড়াও কালিমাটি বিটের পারসিডি গ্রামে ঢুকে মাটির বাড়ির একাংশ ভেঙে গুঁড়িয়ে দিল ঝাড়খণ্ড থেকে আসা দাঁতালেরা।
বন দফতর সূত্রে খবর মিলেছে, মাটির বাড়ির একাংশ ভাঙার পাশাপাশি, ওই এলাকার প্রায় এক হেক্টর জমির ফসল তছনছ করেছে দলটি। ডিএফও (পুরুলিয়া) রামপ্রসাদ বাদানা জানিয়েছেন, দলটি শুক্রবার ভোরের দিকে ঝাড়খণ্ডে ফেরত গিয়েছে। সীমানা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যাদের ফসল নষ্ট হয়েছে কিংবা বাড়ি ভেঙেছে, তাঁরা যাতে ক্ষতিপূরণ পান তা দেখা হচ্ছে।
বন দফতর ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড থেকে ছ’টি হাতির একটি দল বাঘমুণ্ডি রেঞ্জের কালিমাটি বিটের পারসিডি গ্রামে হানা দেয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, প্রথমে দলটি গ্রামের বাইরে ফসলের খেতে হানা দেয়। তার পরে গ্রামের কিছু বাসিন্দা দলটিকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে, হাতিরা গ্রামে ঢুকে একটি মাটির বাড়ির একাংশ ভেঙে দেয়।