Advertisement
০৪ মে ২০২৪

রাতভর হাতি দাপাল

রাতভর গ্রামে দাপিয়ে বেরাল হাতি। বড়জোড়া রেঞ্জের দেজুড়ি গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবার ও মঙ্গলবার রাতে দেজুড়ি গ্রামে কয়েকটি হাতি ঢোকে।

নিজস্ব সংবাদদাতা
বড়জোড়া শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৪
Share: Save:

রাতভর গ্রামে দাপিয়ে বেরাল হাতি। বড়জোড়া রেঞ্জের দেজুড়ি গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবার ও মঙ্গলবার রাতে দেজুড়ি গ্রামে কয়েকটি হাতি ঢোকে। গ্রামের বাড়ির দেওয়াল ভেঙে চাল ও ধানের বস্তা টেনে বের করে নষ্ট করেছে হাতিগুলি। বেশ কয়েকটি ধানের পালুই নষ্ট হয়েছে হাতির হানায়। ‘হাতি-সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সংগ্রামী গণমঞ্চ’-র সম্পাদক শুভ্রাংশু মুখোপাধ্যায় বলেন, “সাহারজোড়া জঙ্গলে কয়েকটি হাতি অবস্থান করছে। রাতে ওই জঙ্গল থেকে বেরিয়ে নিয়মিত দেজুড়ি-সহ আশপাশের গ্রামে ঢুকে ক্ষয়ক্ষতি করছে। অবিলম্বে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিয়ে হাতিগুলিকে অন্যত্র সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।” দেজুড়িতেই নয়, বেলিয়াতোড় রেঞ্জের মার্খা গ্রাম সংলগ্ন এলাকার কিছু চাষ জমির ফসলও হাতির হানায় নষ্ট হয়েছে বলে অভিযোগ। মার্খা এলাকার চাষি প্রশান্ত কোলের অভিযোগ, “প্রায় দিনই জঙ্গল থেকে তিনটি হাতি বেরিয়ে গ্রামের চাষ জমির ক্ষতি করছে। বন দফতরকে আমরা জানিয়েছি। কিন্তু কোনও লাভ হচ্ছে না।” ডিএফও (বাঁকুড়া উত্তর) ভাস্কর জেভি বলেন, “স্থানীয় হাতিগুলিই জঙ্গল থেকে বেরিয়ে ক্ষয়ক্ষতি করছে। আমরা ইতিমধ্যেই ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। হাতিগুলির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Elephant Herd Elephant Attack Bankura
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE