Advertisement
০৩ মে ২০২৪

বাসস্ট্যান্ডে অবরোধ, নাকাল পরীক্ষার্থীরা

এসবিএসটিসি ও বেসরকারি বাসের কর্মীদের মধ্যে ঝামেলা এবং অবরোধের জেরে ভোগান্তির শিকার হলেন সাধারণ যাত্রী এবং পরীক্ষার্থীরা। রবিবার সকালে বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যান্ডের ঘটনা। এ দিন বাসস্ট্যান্ডের সামনের রাস্তা অবরোধ করেন বেসরকারি বাসের কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ০০:৫০
Share: Save:

এসবিএসটিসি ও বেসরকারি বাসের কর্মীদের মধ্যে ঝামেলা এবং অবরোধের জেরে ভোগান্তির শিকার হলেন সাধারণ যাত্রী এবং পরীক্ষার্থীরা। রবিবার সকালে বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যান্ডের ঘটনা। এ দিন বাসস্ট্যান্ডের সামনের রাস্তা অবরোধ করেন বেসরকারি বাসের কর্মীরা। পুলিশ এবং জেলা সভাধিপতির হস্তক্ষেপে প্রায় ঘণ্টা দেড়েক পরে অবরোধ ওঠে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলিয়াতোড় সংলগ্ন এলাকায় দুর্গাপুরমুখী দু’টি বাসের মধ্যে পাশ কাটানো নিয়ে ঝামেলার সূত্রপাত। বেসরকারি বাসটি মুকুটমণিপুর থেকে চিত্তরঞ্জন যাচ্ছিল। দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের বাসটি যাচ্ছিল বাঁকুড়া থেকে করুনাময়ী। তখনের মতো বচসাতেই বিষয়টি থেমে থাকলেও রবিবার সকালে গোবিন্দনগরে এসবিএসটিসি ডিপোর সামনে ওই বেসরকারি বাসটির কিছু কর্মীর সঙ্গে ফের বচসা বাধে এসবিএসটিসি-র কয়েক জন কর্মীর। ওই বচসার পরেই, সকাল ৬টা নাগাদ বেসরকারি বাসের কর্মীরা গোবিন্দনগর বাসস্ট্যান্ডে ঢোকার রাস্তায় আড়াআড়ি ভাবে বাস দাঁড় করিয়ে পথ অবরোধ শুরু করেন। অবরোধের জেরে কোনও বাসই স্ট্যান্ড থেকে বেরোতে পারেনি।

এ দিনই ছিল ডাব্লিউবিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা। অবরোধে আটকে পড়েন পরীক্ষার্থীরাও। প্রায় দেড় ঘণ্টা টানা অবরোধ চলে। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন। সেই সময়ে যাত্রীদের একাংশ ফোনে জেলা সভাধিপতিকে ঘটনার কথা জানান। সূত্রের খবর, খবর পেয়ে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী বাস মালিক সমিতির লোকজনকে ফোন করে দ্রুত অবরোধ তুলতে বলেন। পরে বাস মালিক সমিতি ও বিভিন্ন বাস কর্মীদের সংগঠনের মধ্যস্থতায় অবরোধ ওঠে।

জেলা বাস মালিক সমিতির সম্পাদক দীপক সুকুল বলেন, “ঠিক কী হয়েছে আমার জানা নেই। সভাধিপতির ফোন পেয়েই জানতে পারি অবরোধ হচ্ছে। সঙ্গে সঙ্গেই কথা বলে অবরোধ তুলি।” বাঁকুড়ার আইএনটিটিইউসি-র বাস ওয়ার্কাস ইউনিয়নের সম্পাদক মহম্মদ নইম বলেন, “কোনও বাস কর্মীই আমাদের সংগঠনে ঘটনাটি নিয়ে নালিশ করেননি। তবে অবরোধ হচ্ছে শুনেই আমরা তা তোলার দাবি জানাই।”

অরূপবাবু এ দিন অবরোধের ঘটনার নিন্দা করে বন, “বাসস্ট্যান্ড থেকে পরীক্ষার্থীদের ফোন পেয়েই দ্রুত অবরোধ তোলার নির্দেশ দিই। একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে এ ভাবে অবরোধ করে ওই বাসের কর্মীরা ঠিক করেননি। ওই বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি এসবিএসটিসি-র কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগও তিনি খতিয়ে দেখবেন বলে জানিয়েছে।

পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে থানায় কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি। এসবিএসটিসি-র দুর্গাপুর বিভাগের ডিভিশনাল ম্যানেজার দীপ্তিমান সিংহ বলেন, “আমরা বাঁকুড়া সদর থানাকে মৌখিক ভাবে ঘটনাটি জানিয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Examination Candidates Blockade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE