Advertisement
০৫ মে ২০২৪

মানবাজারের পাঁচ ছাত্রীর পদকপ্রাপ্তি

সোমবার পুরুলিয়া জেলা তায়কোয়ন্দো চ্যাম্পিয়নশিপ ২০১৮-তে তিনশোর বেশি প্রতিযোগীর সঙ্গে লড়াই করে পদক জিতেছেন ওই স্কুলের পাঁচ ছাত্রী।

 ‘পুরুলিয়া জেলা তায়কোয়ন্দো চ্যাম্পিয়নশিপ-২০১৮’তে পুরস্কার পাওয়া ছাত্রীরা। নিজস্ব চিত্র

‘পুরুলিয়া জেলা তায়কোয়ন্দো চ্যাম্পিয়নশিপ-২০১৮’তে পুরস্কার পাওয়া ছাত্রীরা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
  মানবাজার শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ০৪:১৬
Share: Save:

পাঁচ ছাত্রীর পদকপ্রাপ্তিতে মানবাজার গার্লস হাইস্কুলে বইছে খুশির হাওয়া।

সোমবার পুরুলিয়া জেলা তায়কোয়ন্দো চ্যাম্পিয়নশিপ ২০১৮-তে তিনশোর বেশি প্রতিযোগীর সঙ্গে লড়াই করে পদক জিতেছেন ওই স্কুলের পাঁচ ছাত্রী। অষ্টম শ্রেণির শ্রেয়সী মাহাতো ঘরে তুলেছেন সোনার পদক। অষ্টম শ্রেণির শ্রাবণী মাহাতো এবং সপ্তম শ্রেণির সুমেধা মণ্ডল রুপোর পদক পেয়েছেন। ব্রোঞ্জ পদক জিতেছেন অষ্টম শ্রেণির অনামিকা দত্ত এবং প্রীতি চার। পাঁচ ছাত্রীর পদকপ্রাপ্তিতে উৎসাহিত প্রশাসনও। মানবাজার (১) ব্লকের বিডিও নীলাদ্রি সরকার জানিয়েছেন, ব্লকের প্রতিটি স্কুলেই তায়কোয়ন্দো প্রশিক্ষণের ব্যবস্থার জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলোচনা করবেন।

মানভূম তায়কোয়ন্দো অ্যাকাডেমি এবং পুরুলিয়া জেলা তায়কোয়ন্দো ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে এমএসএ ইন্ডোর স্টেডিয়ামে তায়কোয়ন্দো প্রতিযোগিতার আসর বসেছিল।

যোগ দিয়েছিল প্রায় ৩৫০ প্রতিযোগী। তায়কোয়ন্দোর একটি বিভাগে প্রায় ৮০জন প্রতিযোগী ছিল। ওই বিভাগে লড়াই করে মানবাজার গার্লস হাইস্কুলের পাঁচ ছাত্রী পদক জিতেছে।

স্কুলের প্রধান শিক্ষিকা শোভা সেনাপতি এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি মনোজ মুখোপাধ্যায়ের বিশ্বাস, পাঁচ কন্যার পদকপ্রাপ্তি উৎসাহিত করবে স্কুলের অন্য পড়ুয়াদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Purulia Manbhum Taekwondo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE