Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অশান্তির মূলে মদ, ঘেরাও

কারও ছেলে মারা গিয়েছে কিছু দিন আগে। কারও বাড়িতে অশান্তি লেগেই রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, সব কিছুর মূলে রয়েছে দিশি কিংবা চোলাই মদ। প্রতিবাদে শুক্রবার শ’দেড়েক মহিলা একত্রিত হয়ে নলহাটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন।

থানা ঘেরাও করেছেন মহিলারা। নিজস্ব চিত্র।

থানা ঘেরাও করেছেন মহিলারা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫১
Share: Save:

কারও ছেলে মারা গিয়েছে কিছু দিন আগে। কারও বাড়িতে অশান্তি লেগেই রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, সব কিছুর মূলে রয়েছে দিশি কিংবা চোলাই মদ। প্রতিবাদে শুক্রবার শ’দেড়েক মহিলা একত্রিত হয়ে নলহাটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন।

নলহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগধারী গ্রাম। এই গ্রামেরই মহিলারা সমবেত হয়ে থানায় হজির হয়ে পুলিশের সক্রিয়তার দাবি তোলেন। দেবিকা দাস, রীতা দাস, শ্যামলী দাসেরা জানান, মদের কারণে ঘরে অশান্তি লেগেই রয়েছে। অতিরিক্ত মদ খেয়ে এক জনের মৃত্যু হয়েছে বলেও তাঁদের দাবি। চায়ের দোকানেও মদ পাওয়া যাচ্ছে বলে তাঁদের অভিযোগ। এই গ্রামের পাশ দিয়ে চলে গিয়েছে ব্রাহ্মণী নদী। অন্য পাশে ৬০ নম্বর জাতীয় সড়ক। সেই রাস্তার ধারের কিছু চায়ের দোকান-ই অশান্তির মূলে, প্রতিবাদীরা জানাচ্ছেন তা-ও।

প্রমীলা বাহিনীর দাবি, তাঁরা আগেই মদ বিক্রেতাদের এমন ব্যবসা বন্ধ করার আর্জি রেখেছিলেন। তাতে কাজ তো দূর, উল্টে মারতে পর্যন্ত উদ্যত হয়েছিলেন ব্যবসায়ীরা। সে কথা এলাকার কাউন্সিলর অশোক ঘোষকে জানালেও কাজের কাজ কিছু হয়নি বলে তাঁদের অভিযোগ। সে কথা মানতে চাননি অশোকবাবু। তাঁর কথায়, ‘‘আমার এলাকায় বেআইনি মদ বিক্রি হচ্ছে এটা জানি। কিন্তু, কোথায় বিক্রি হচ্ছে? কারা বিক্রি করছে? এটা জানা নেই।’’ প্রতিকার পেতে তিনিই গ্রামের মহিলাদের থানায় নিয়ে যেতেন বলেও দাবি করেছেন। সে সব কথার কথা বলে উড়িয়ে দিয়েছেন এলাকার অনেকেই।

এক মাধ্যমিক পরীক্ষার্থীর মা বলেন, ‘‘এলাকায় প্রতিদিন মদ্যপদের অশান্তি লেগে থাকছে। পড়াশোনার পরিবেশ থাকছে না।’’

দ্রুত প্রতিকার না পেলে বড়সড় অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন প্রমীলা বাহিনীর সদস্যদের অনেকেই। পুলিশ এ দিন জানিয়েছে, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gherao Hooch
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE