Advertisement
E-Paper

বিজ্ঞান প্রদর্শনীর বাস ঘিরে উৎসাহ বীরভূমের স্কুলে

শিক্ষা দফতর এবং স্থানীয় সূত্রে খবর, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের ধারণা গড়ে তুলতে ২/৩ বছর অন্তর পর্যায়ক্রমে রাজ্যের বিভিন্ন জেলার মাধ্যমিক মানের স্কুলগুলিতে সফর করে ভ্রাম্যমান প্রদর্শনীর ওই বাস।

অর্ঘ্য ঘোষ

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৭ ০২:৩৭
প্রদর্শনী: বাস এসে থামতেই ভিড় করেছে স্কুলছাত্রেরা। ছবি: সোমনাথ মুস্তাফি

প্রদর্শনী: বাস এসে থামতেই ভিড় করেছে স্কুলছাত্রেরা। ছবি: সোমনাথ মুস্তাফি

খবরটা শোনার পর থেকেই উৎসাহের অন্ত ছিল না সৌমি ঘোষ, শ্রেয়সী দাসদের। এতদিন বইয়ের পাতায় যা পড়েছে, তা নিজের চোখে দেখার উৎসাহে অধীর হয়ে উঠেছিল তারা। প্রতীক্ষা শেষে আমোদপুর জয়দুর্গা হাইস্কুলের ওইসব পড়ুয়াদের মুখে দেখা গিয়েছে হাসি। শুক্রবারই তাদের স্কুলে হাজির ভারত সরকারের ন্যাশানল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ম নিয়ন্ত্রিত বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়মের ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর বাস।

শিক্ষা দফতর এবং স্থানীয় সূত্রে খবর, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের ধারণা গড়ে তুলতে ২/৩ বছর অন্তর পর্যায়ক্রমে রাজ্যের বিভিন্ন জেলার মাধ্যমিক মানের স্কুলগুলিতে সফর করে ভ্রাম্যমান প্রদর্শনীর ওই বাস। দু’দিন ধরে স্কুলে ওই প্রদর্শনী চলে। মূলত এলাকার মাঝখানে হওয়ায় পরিকাঠামো যুক্ত স্কুলগুলিকে বেছে নেওয়া হয়। যাতে প্রদর্শনের দিন এলাকার অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরাও যোগদানের সুযোগ পায়। সেই মতো শুক্রবারই আমোদপুর জয়দুর্গা হাইস্কুলে পৌঁছোয় বাসটি।

কেমন সেই বাস?

বাসের ভিতরে তো বটেই, বাইরে সুরক্ষিত অবস্থায় আটকানো রয়েছে তাপ, তড়িৎ, চুম্বক-সহ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ২০টি মডেল। তার কোনটিতে দেখানো হচ্ছে ঘর্ষণের ফলে কীভাবে উৎপাদিত তাপে যন্ত্রাংশ ক্ষয় হয়। কীভাবেই বা বল-বিয়ারিং এবং পিছল তেল ব্যবহার করে সেই ক্ষয় রোধ করা যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে বয়লারের জল থেকে তৈরি হওয়া বাষ্পকে কাজে লাগিয়ে কীভাবে তাপবিদ্যুৎ তৈরি করা হয় তাও দেখানো হচ্ছে। বাসের মধ্যেই প্রোজেক্টটারের মাধ্যমে দেখানো হচ্ছে একটি বিজ্ঞান বিষয়ক তথ্যচিত্র। মঞ্চে রয়েছে গনিত এবং বিজ্ঞান বিষয়ক আরও দুটি প্রদর্শনী। আমোদপুর জয়দূর্গা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সৌমী ঘোষ, শ্রেয়সী দাসদের সঙ্গে মডেল দেখতে দেখা গেল স্থানীয় নিরিশা জয়মা কালী হাইস্কুলের দশম শ্রেণির রিয়া মণ্ডল, শ্রাবণী দলুই, আমোদপুর জয়দুর্গা বালিকা বিদ্যালয়ের ইশিকা রুজ, সুস্মিতা চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দেবমাল্য দাস, প্রভাত দাসদেরও। তারা জানায়, এতদিন বইয়ে যা পড়েছি, তা চোখের সামনে দেখে মনে গেঁথে গেল। আর কোনওদিন ভুলব না।

আমোদপুর জয়দুর্গা হাইস্কুলের প্রধান শিক্ষক সুশান্ত ভট্টাচার্য, নিরিশা হাইস্কুলের জীববিজ্ঞানের শিক্ষক সন্দীপ পান, জয়দুর্গা বালিকা বিদ্যালয় বিজ্ঞান শিক্ষিকা মৌমিতা দাসরা জানান, ওই প্রদর্শন শুধুমাত্র ছাত্রছাত্রীদের কৌতুহলই মেটাচ্ছে না, আমাদের পাঠদানেও সহায়ক হচ্ছে। ওই বাসের জন্য অধীর হয়ে উঠেছে অন্যান্য স্কুলের পড়ুয়ারাও। ময়ূরেশ্বরের লোকপাড়া হাইস্কুলে বাসটি যাবে ১৮ অগস্ট। ১৯ জুলাই লাভপুর সত্যনারায়ণ শিক্ষানিকেতন বালিকা বিদ্যালয়ে যাবার কথা। লোকাপাড়ার একাদশ শ্রেণির ছাত্রী সুপর্ণা ধীবর, লাভপুর বালিকা বিদ্যালয়ের কাশ্যপী ভট্টাচার্যরা জানায়, স্যারদের কাছে থেকে খবরটা শোনার পরে থেকেই আমাদের আর তর সইছে না।

ওই প্রকল্পের এডুকেশন অফিসার বাপ্পাদিত্য সেন বলেন, ‘‘ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে সম্যক ধারণা গড়ে তুলতেই এই উদ্যোগ। জেলায় মোট ২৩টি স্কুলে বাসটি ২ দিন করে থাকবে।’’

Bus Science Exhibition Students বিজ্ঞান প্রদর্শনী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy