Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দুষ্কৃতীদের বোমায় জখম প্রৌঢ়ের মৃত্যু

ভোটের ন’দিন আগে বচসার জেরে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে জখম হয়েছিলেন মাড়গ্রাম থানার বিষ্ণুপুর গ্রামের প্রৌঢ় অজিত ধীবর (৫৫)।

নিজস্ব সংবাদদাতা
মাড়গ্রাম শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ০১:০২
Share: Save:

ভোটের ন’দিন আগে বচসার জেরে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে জখম হয়েছিলেন মাড়গ্রাম থানার বিষ্ণুপুর গ্রামের প্রৌঢ় অজিত ধীবর (৫৫)।

মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজে মারা যাওয়ার পর বুধবার সেখানেই ময়নাতদন্ত করা হয় তাঁর। রাতে বিষ্ণুপুর গ্রামে মৃতদেহ পৌঁছানোর পর পেশায় মাছ চাষি অজিত ধীবরের ইচ্ছা অনুযায়ী তাঁর দেহ দ্বারকা নদের ধারে সমাধিস্থ করা হয়। উল্লেখ্য হাঁসন বিধানসভা কেন্দ্রে সিপিআইএমএল (লিবারেসন) প্রার্থী মানিক দাসের প্রস্তাবক ছিলেন অজিতবাবু।

গত ৯ এপ্রিল দুপুরে এলাকার একটি সেলুনে বসে থাকার সময় ছেলে সুব্রতর সঙ্গে স্থানীয় কালিদহ গ্রামের কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই সময় সুব্রতকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছুঁড়লে অজিত ধীবর জখম হোন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, পুরো বিষয়টি হঠাৎ করেই হয়ে যায়। দুষ্কৃতীরা সংখ্যায় অনেকে থাকলেও পালিয়ে যায় ঘটনার পর।

পুলিশ এখনও পর্যন্ত ওই ঘটনায় জামাল সেখ নামে একজন দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Old Man Dies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE