আবার হাতির আনাগোনা শুরু হয়েছে ঝালদা ও বাঘমুণ্ডি রেঞ্জের বনাঞ্চলে।
রবিবার ভোরে দলছুট দুই দাঁতাল জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়াল ঝালদা বনাঞ্চলের খামার বিট এলাকার পুস্তি গ্রাম পঞ্চায়েতের নিমডিতে। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বাঘমুণ্ডি বনাঞ্চল থেকে দলছুট দুই দাঁতাল ঢুকে পড়ে নিমডি গ্রামে। গ্রামে ঢুকেই হাতিগুলি কয়েকটি মাটির ঘর ভাঙে। আতঙ্কে বাসিন্দাদের মধ্যে হইচই পড়ে যায়।
শুক্রবার রাতেই ঝালদা রেঞ্জের পার্শ্ববতী বাঘমুণ্ডি রেঞ্জের কালীমাটি বিটের চারটি গ্রামে ঢুকে পাঁচটি মাটির ঘর ভেঙে দেয় কয়েকটি হাতি। গ্রামগুলি হল: গাগী, ডাংডুং, পেড়েতোড়াং, পিড়রগড়িয়া। আলু, বিনস-সহ আনাজের খেত নষ্ট করে বলে অভিযোগ। বন কর্মীদের দাবি, ওই দু’টি হাতিই বাঘমুণ্ডি ও ঝালদার বনাঞ্চলে হামলা চালাচ্ছে। বাসিন্দারা হাতিগুলিকে ঝাড়খণ্ডে ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন।