কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে শনিবার রাতে কোটশিলার এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম চণ্ডী কর্মকার।
পুলিশ জানিয়েছে, গত ৫ ফেব্রুয়ারি কোটশিলার রিগিদ গ্রামে সবিতা কর্মকার নামে এক মহিলার মৃত্যু হয়। তাঁর বাবা ঘন্টু কর্মকারের অভিযোগ, পুড়িয়ে হত্যা করা হয়েছে তাঁর মেয়েকে। কোটশিলার বড়রোলার সবিতার সঙ্গে রিগিদের বাসিন্দা চণ্ডীর বিয়ে হয়েছিল ২০১০ সালে। ঘন্টুর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মেয়ের উপর অত্যাচার চালাত চণ্ডী। বাপেরবাড়ি চলে এলে পরিবারের সদস্যেরাই সবিতাকে বুঝিয়ে শ্বশুরবাড়ি ফিরত পাঠাতেন। কিন্তু অত্যাচার থামেনি।
পুলিশকে ঘন্টু জানিয়েছেন, ৫ ফেবেরুয়ারি রাতে তাঁকে ফোন করে জানানো হয় অগ্নিদগ্ধ অবস্থায় সবিতাকে রাঁচির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।পরের দিনসেখানেই তাঁর মৃত্যু হয়।