Advertisement
২০ এপ্রিল ২০২৪

লোগোর উন্মোচন

স্বচ্ছতা নিয়ে সচতনতা গড়তে এ বার ‘নির্মল সিউড়ি, পবিত্র সিউড়ি’— এই ক্যাচ লাইন দিয়ে একটি বিশেষ লোগো প্রকাশ করল সিউড়ি পুরসভা। স্বাধীনতা দিবসের সকালে জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসক পি মোহন গাঁধীর হাতে তার উদ্বোধন হল।

এই সেই লোগো। নিজস্ব চিত্র।

এই সেই লোগো। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০১:৪৬
Share: Save:

স্বচ্ছতা নিয়ে সচতনতা গড়তে এ বার ‘নির্মল সিউড়ি, পবিত্র সিউড়ি’— এই ক্যাচ লাইন দিয়ে একটি বিশেষ লোগো প্রকাশ করল সিউড়ি পুরসভা। স্বাধীনতা দিবসের সকালে জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসক পি মোহন গাঁধীর হাতে তার উদ্বোধন হল। জেলাশাসক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কেন হঠাৎ লোগো? পুরসভা ‘স্বচ্ছ ভারত মিশন’ বা তার বাংলা সংস্করণ ‘নির্মল বাংলা’ নিয়ে যতই প্রচার করুক কিংবা কর্মসূচি নিক, পুরসভাগুলি সরাসরি ওই প্রকল্পের আওতায় নেই। কারণ হিসাবে যুক্তি দেওয়া হয়, এলাকা জঞ্জালমুক্ত রাখতে পুরসভাগুলির নিজস্ব মেশিনারি রয়েছে। কিন্তু বাস্তবে সচেতনতার অভাবে জঞ্জালমুক্ত এবং ১০০ শতাংশ মুক্তশৌচহীন পুরসভার সংখ্যা হাতে গোনা। সিউড়ি পুরসভাও তার ব্যতিক্রম নয়। সিউড়ির পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় তাই বলছেন, ‘‘স্বচ্ছতা নিয়ে সচেতনতা গড়তেই এউ উদ্যোগ নিল সিউড়ি পুরসভা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Logo Unveiled
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE