Advertisement
০৪ মে ২০২৪

কুপিয়ে খুন, চরে দেহ

বাড়ি অদূরে শিলাবতী নদীর চরে কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। শুক্রবার রাতে বাঁকুড়ার খাতড়া থানার জগন্নাথপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম কৃষ্ণ প্রামাণিক (৪২)।

নিজস্ব সংবাদদাতা
খাতড়া শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০৬:৪২
Share: Save:

বাড়ি অদূরে শিলাবতী নদীর চরে কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। শুক্রবার রাতে বাঁকুড়ার খাতড়া থানার জগন্নাথপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম কৃষ্ণ প্রামাণিক (৪২)। বাড়ি জগন্নাথপুর গ্রামে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে রাতেই খাতড়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে। শনিবার সকালে নিহতের স্ত্রী রীতা প্রামাণিক গ্রামেরই বাসিন্দা শিবু ধীবর, তাঁর স্ত্রী মেনকা, ছেলে সঞ্জয়, মেয়ে তিতালি এবং তিতালির স্বামী সঞ্জয় ধীবরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

শিলাবতী নদীর এক পাড়ে জগন্নাথপুর, অন্য পাড়ে ছাতাপুর গ্রাম। বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ছাতাপুরের জুগিবাদ মোড়ে কৃষ্ণবাবুর একটি সেলুন রয়েছে। তাঁর ছেলে সুশান্ত এ বার মাধ্যমিক পাশ করেছে। মেয়ে সুমনা স্থানীয় হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। কৃষ্ণবাবু রোজ সকালে সাইকেলে চড়ে ছাতাপুরে গিয়ে সেলুন খুলতেন। ফিরতেন সন্ধ্যায়। তাঁর স্ত্রী রীতাদেবী বলেন, ‘‘শুক্রবার সন্ধ্যা ৭টায় এক বার ফোন করেছিলাম। তখন রাস্তায় ছিলেন। কিন্তু রাত ৯টাতেও বাড়ি না ফেরায় ছেলেকে খোঁজ নিতে পাঠাই।’’ সুশান্ত জানায়, কৃষ্ণবাবুর এক বন্ধুর সঙ্গে সে খোঁজ করতে বেরোয়। নদীর চরে দেহটি দেখতে পেয়ে সে এসে বাড়িতে খবর দেয়।

নিহতের স্ত্রীর অভিযোগ, “বছর ষোলো আগে গ্রামের তিতালি ধীবরের সঙ্গে আমার স্বামীর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। পরে তিলালির বিয়ে হয়ে যায়। এটা নিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল ছিল। দিন পনেরো আগে তিতালি বাপের বাড়ি আসে। তখন আমার স্বামীকে রাস্তায় ধরে ওরা মারধর করেছিল। আমাদের সন্দেহ, তিতালি, তাঁর স্বামী, বাবা, মা এবং দাদা এই খুন করেছে।’’

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিকল্পনা করেই কৃষ্ণবাবুকে খুন করা হয়েছে। তবে খুনের কারন নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশের অনুমান, এই খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। মহকুমার এক পুলিশ আধিকারিক বলেন, “নিহতের মাথায় ও ঘাড়ে ভারী অস্ত্রের আঘাত রয়েছে। ব্যক্তিগত শত্রুতার জেরেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। নিহতের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।’’ অভিযুক্তদের কারও সঙ্গে এ দিন যোগাযোগ করা যায়নি। পুলিশ জানিয়েছে, কয়েক জনকে আটক করে জেরা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE