দ্রুত হাসপাতালে নিতে হবে। অগ্নিদগ্ধ দম্পতিকে ডুলিতে নিয়ে প্রায় দু’কিলোমিটার ছুটলেন গ্রামের লোকজন। কাদা সামলে, খন্দ বাঁচিয়ে। শুক্রবার সকালে এমনটা হয়েছে বলে দাবি পুরুলিয়ার ঝালদা ১ ব্লকের পাহাড়তলির দাঁতিয়া গ্রামের বাসিন্দাদের একটা বড় অংশের। কারণ, রাস্তা বেহাল। দাঁতিয়ায় অ্যাম্বুল্যান্স ঢোকে না।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বৃহস্পতিবার রাতে দাঁতিয়া গ্রামের এক দম্পতির পারিবারিক কোনও ব্যাপারে ঝামেলা হয়। পড়শিদের দাবি, শুক্রবার সকালে গায়ে কেরোসিন ঢেলে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বধূটি। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হন স্বামীও। ঘটনার পরে দগ্ধ দম্পতিকে ঝালদা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ‘রেফার’ করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে।
দাঁতিয়ার বাসিন্দা মুকেশ মাহাতো, ডমন সিং মুড়ারা বলেন, ‘‘গ্রামে ঢোকার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। আমাদের প্রায় দিনই ভোগান্তিতে পড়তে হয়। গ্রামে অ্যাম্বুল্যান্স ঢোকে না বলে ডুলি করেই ওই দু’জনকে এ দিন গ্রাম থেকে বের করতে হয়েছে।’’ তাঁদের দাবি, বিকল্প আর কোনও উপায় ছিল না।