Advertisement
৩০ এপ্রিল ২০২৪

রবীন্দ্র জন্মোৎসবে আজ নতুন গ্রন্থনা ‘মানবকন্যা’

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গৌরপ্রাঙ্গণে নৃত্যাভিনয়টি পরিবেশিত হবে। রবীন্দ্রজন্মোৎসবে এমন একটি নতুন ধারার পরিবেশন এই প্রথম।

পাঠভবনের উপনন্দ কুটিরে চলছে মহড়া। নিজস্ব চিত্র

পাঠভবনের উপনন্দ কুটিরে চলছে মহড়া। নিজস্ব চিত্র

দেবস্মিতা চট্টোপাধ্যায়
শান্তিনিকেতন শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ০০:৩৯
Share: Save:

চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শাপমোচন—- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই তিনটি নৃত্যনাট্যের কথা কমবেশি সকলেরই জানা। বিশ্বভারতী ও শান্তিনিকেতনের বিভিন্ন অনুষ্ঠানে সারা বছরে একাধিক বার ওই নৃত্যনাট্যগুলি পরিবেশিত হয়। কিন্তু এ বারের রবীন্দ্রজন্মোৎসবে এই তিনটি নৃত্যনাট্যের মিলিত রূপ নতুন আঙ্গিকে পরিবেশিত হবে।

বিশ্বভারতী সূত্রে খবর, ওই তিনটি নৃত্যনাট্যের মূলত নারী চরিত্রগুলিকে কেন্দ্র করে পাঠভবনের পড়ুয়ারা পরিবেশন করবে ‘মানবকন্যা’। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গৌরপ্রাঙ্গণে নৃত্যাভিনয়টি পরিবেশিত হবে। রবীন্দ্রজন্মোৎসবে এমন একটি নতুন ধারার পরিবেশন এই প্রথম।

পাঠভবন সূত্রে জানা গিয়েছে, নৃত্যাভিনয় ‘মানবকন্যা’-র গ্রন্থনা করেছেন বিশ্বভারতীর বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক তথা আশ্রমিক আলপনা রায়। চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শাপমোচন নৃত্যনাট্য থেকে কিছুটা করে অংশ নিয়ে নৃত্যাভিনয় ‘মানবকন্যা’-র বিষয় তৈরি হয়েছে। পাঠভবনের ৫০ জনেরও বেশি পড়ুয়া বিভিন্ন ভাবে এই নৃত্যাভিনয়ের সঙ্গে যুক্ত। প্রায় দেড়মাস ধরে পাঠভবনের উপনন্দ কুটিরে মহড়া চলছে ‘মানবকন্যা’-র।

এ বিষয়ে পাঠভবনের অধ্যক্ষ বোধিরূপা সিংহ জানান, এই নৃত্যাভিনয়ের মধ্যে দিয়ে পড়ুয়ারা একটা বার্তা পাবে। মানুষ মোহের বশবর্তী হয়ে ভুল করে ঠিকই, কিন্তু চাইলেই সেখান থেকে উত্তরণ ঘটতে পারে— সেই বার্তা পৌঁছে দেওয়া হবে ‘মানবকন্যা’-র মাধ্যমে। বোধিরূপাদেবী বলেন, ‘‘এমন গ্রন্থনা আগেও হয়েছে। তবে রবীন্দ্রজন্মোৎসবে এমন পরিবেশন এই প্রথম। পড়ুয়ারা মাসখানেক ধরে প্রস্তুতি নিয়েছে। এখন মূল পরিবেশনটি ভাল হলেই আমাদের সবার ভাল লাগবে।’’

নতুন ধরণের এমন একটি প্রযোজনার সঙ্গে যুক্ত হতে পেরে খুশি পাঠভবনের পড়ুয়ারাও। তাদের কথায়, ‘‘আমাদের অনেকেই বলে, সব সময় একই নৃত্যনাট্য ঘুরিয়ে ফিরিয়ে পরিবেশন করা হয়। এ বারে নতুন কিছু করতে পারছি। তাই ভাল লাগছে।’’ পাঠভবনের অধ্যাপকেরাও বিষয়টি নিয়ে তাঁদের ভাল লাগার কথা জানিয়েছেন। অধ্যাপক কিশোর ভট্টাচার্য, তড়িৎ রায়চৌধুরী, চন্দ্রাণী মুখোপাধ্যায় বললেন, ‘‘পাঠভবনের এই পরিবেশনে মুনিয়াদি (আলপনা রায়) যেমন সহযোগিতা করছেন, একইসঙ্গে আমাদের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও উৎসাহ দিয়েছেন। তিনি মহড়াও দেখতে আসতেন। অনেক দিন পরে আবার এই দৃশ্য দেখতে পেলাম।’’

বিশ্বভারতী কর্মী পরিষদ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর পাঁচটায় গৌরপ্রাঙ্গণে বৈতালিক, সাড়ে পাঁচটায় উত্তরায়ণে কবিকণ্ঠ, সকাল সাতটায় উপাসনাগৃহে উপাসনার পরে সকাল ৮টা ১৫ মিনিটে উত্তরায়ণে প্রদর্শনীর উদ্বোধন হবে। এর পরে পৌনে ন’টায় মাধবীবিতানে জন্মোৎসবের অনুষ্ঠান হবে। সন্ধেয় ছাতিমতলা ও উদয়নে আলোকসজ্জা। তার পরেই সন্ধ্যা সাতটা থেকে গৌরপ্রাঙ্গণে শুরু হবে পাঠভবনের নতুন আঙ্গিকের পরিবেশন ‘মানবকন্যা’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rabindranath Tagore Dance Drama
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE