Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সাঁইথিয়ায় শুরু হল জল-প্রকল্পের কাজ

আনুষ্ঠানিক ভাবে শুরু হল সাঁইথিয়া জলপ্রকল্পের পাইপ লাইন বসানোর কাজ। সোমবার দুপুরে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের জালিবাগান মাঠ সংলগ্ন এলাকায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার এসএই সনাতন দাস, ওয়ার্ড কাউন্সিলর এবং জলপ্রকল্প কমিটির সভাপতি অশোক দাস প্রমুখ। বছরের বেশির ভাগ সময়েও পানীয় জলের সংকটে ভোটে এই শহর। এ বার সমস্যা মিটবে বলে আশাবাদী পুরবাসী।

নিজস্ব সংবাদদাতা
সাঁইথিয়া শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০০:৫৭
Share: Save:

আনুষ্ঠানিক ভাবে শুরু হল সাঁইথিয়া জলপ্রকল্পের পাইপ লাইন বসানোর কাজ। সোমবার দুপুরে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের জালিবাগান মাঠ সংলগ্ন এলাকায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার এসএই সনাতন দাস, ওয়ার্ড কাউন্সিলর এবং জলপ্রকল্প কমিটির সভাপতি অশোক দাস প্রমুখ। বছরের বেশির ভাগ সময়েও পানীয় জলের সংকটে ভোটে এই শহর। এ বার সমস্যা মিটবে বলে আশাবাদী পুরবাসী।

সনাতনবাবু বলেন, ‘‘প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এই জলপ্রকল্পের পাইপ লাইনের কাজ করা হবে। সারা শহরে ৪৪ কিলোমিটারেরও বেশি লম্বা পাইপ লাইন বসানো হবে।’’ অন্য দিকে, অশোকবাবু জানান, পুরসভার ১৬টি ওয়ার্ডের প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এলাকার প্রতি বাড়িতে যাতে জল পৌঁছে যায়, তার চেষ্টা করা হচ্ছে বলে তাঁর দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sainthia water project Ashok Das
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE