রামপুরহাট শহরে পরিস্রুত পানীয় জলের সঙ্কট মেটাতে নতুন একটি জলপ্রকল্পের অনুমোদন দিল রাজ্যের পুর দফতর।
পুরসভা সূত্রের খবর, নতুন প্রকল্পের মোট ৯ কোটি ২৮ লক্ষ ৭৬ হাজার টাকা বরাদ্দ মিলেছে। প্রকল্পের কাজ শেষ হলে শহরের ১৮টির মধ্যে ৯টি ওয়ার্ডের বাসিন্দারা উপকৃত হবেন। প্রকল্পে ১০ নম্বর ওয়ার্ডে ডাক্তারপাড়ায় থাকা পুরনো জলাধারটি ভেঙে নতুন উচ্চ ক্ষমতাসম্পন্ন জলাধার তৈরি করা হবে। পাশাপাশি ঝনঝনিয়া এলাকায় একটি অত্যাধুনিক পাম্পিং স্টেশন নির্মাণ এবং ঝনঝনিয়া থেকে ডাক্তারপাড়া পর্যন্ত নতুন পাইপলাইনও বসানো হবে।
স্থানীয় সূত্রের খবর, চার লক্ষ লিটার জল ধারণ ক্ষমতাবিশিষ্ট ডাক্তারপাড়ার ওই পুরনো জলাধারটির দীর্ঘ দিন ধরে অবস্থা খারাপ। এলাকাবাসী থেকে জনস্বাস্থ্য কারিগরী দফতরের কর্মীরা— প্রত্যেকেই একাধিকবার সেটি সংস্কারের জন্য প্রশাসনিক স্তরে নানা সময়ে আবেদন জানিয়েছেন। পুরসভার পক্ষ থেকেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আর্জি গিয়েছিল। ওয়ার্ডের কাউন্সিলর অমল শেখ বলছেন, ‘‘ভগ্নপ্রায় জলাধারটি সংস্কার করে আরও অধিক জলধারণ ক্ষমতা সম্পন্ন জলাধার তৈরির জন্য দীর্ঘ দিন থেকে এলাকাবাসী দাবি জানিয়ে আসছেন। সেই দাবি মেনে বর্তমানটি ভেঙেই নতুন জলাধার তৈরি করা হবে।’’ নতুন জলাধারটিতে সাড়ে ৭ লক্ষ গ্যালন জল ধরবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। তা থেকে শহরের ৯টি ওয়ার্ডের (১-৩, ১০-১৪ ও ১৭) মানুষের জলসঙ্কট এ বার মিটতে চলেছে।
রামপুরহাটের পুরপ্রধান অশ্বিনী তিওয়ারি বলেন, ‘‘শহরের ৯টি ওয়ার্ডে ভাল ভাবে পরিস্রুত পানীয় পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ ২০১২ সালেই শেষ হয়েছে। বাকি এই ৯টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহের জন্য এই নতুন প্রকল্পের অনুমোদন মিলেছে। খুব শীঘ্রই পুর দফতরের বিভাগীয় ইঞ্জিনিয়েরা প্রকল্পের কাজ শুরু করে দেবেন।’’