মাইক ব্যবহারের অনুমতি নেই। এই কারণ দেখিয়ে ঝালদায় তৃণমূল এবং কংগ্রেসের পথসভা বন্ধ করে দিল প্রশাসন। বাঁকুড়াতেও বিজেপিকে মিছিলে মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়নি। প্রশাসন এ ভাবে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা করায় ক্ষুদ্ধ শাসক-বিরোধী সকলেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ঝালদার বীরসা মোড়ে এবং আনন্দবাজার এলাকায় পথসভার আয়োজন করেছিল কংগ্রেস এবং তৃণমূল। মাইক বাজিয়ে দু’টি সভা চলছিল। সভা চলাকালীনই দুই দলের নেতৃত্বের কাছেই ফোন আসে যে এ ভাবে মাইক বাজিয়ে সভা করা যাবে না। এরপরেই অবশ্য মাইক বাজানো বন্ধ করে দেওয়া হয়।
ঝালদার তৃণমূল নেতা বিজন ঘোষ বলেন, ‘‘আমরা আনন্দবাজার এলাকায় একটি পথসভা করছিলাম। সভা চলাকালীন প্রথমে পুলিশের ফোন আসে, তারপরে বিডিও ফোন করেন। তাঁরা জানান, মাইক বাজিয়ে এ ভাবে সভা করা যাবে না।’’ তিনি জানান, তাঁদের পথসভা করার অনুমতি নেওয়ায় আলাদা করে মাইক ব্যবহারের অনুমতি নেননি। এই কারণ দেখিয়ে সভা বন্ধ করতে বলা হয়। তবে তাঁরা ওই ফোন আসার পরেই সভা বন্ধ করে দেন। কংগ্রেসের পথসভা ছিল বীরসা মোড়ে। ঝালদার কংগ্রেসের নেতা প্রদীপ কর্মকার বলেন, ‘‘আমাদের সভায় মাইক বাজানোর অনুমতি নেই এই অজুহাতে প্রশাসন আমাদের সভা বন্ধ করে দেয়। কিন্তু আমরা যে এ দিন সভা করব তা তো প্রশাসনকে আগেই জানিয়েছিলাম। ফোন পেয়ে সভা বন্ধ করে দেওয়া হয়।’’