Advertisement
০১ মে ২০২৪

বোমায় জখম, গ্রেফতার এক

বোমা ফেটে জখম হওয়ার ঘটনায় এক ব্যক্তিকে শুক্রবার বিকেলে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আতাই মণ্ডল। পুলিশ জানিয়েছে, সোনামুখীর পূর্ব নবাসন অঞ্চলের দুবরাজপুর গ্রামে আতাইয়ের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা বাঁধার সময় একটি বোমা ফেটে গিয়ে তাঁর স্ত্রী মালা বেগম ও ওই কাজে যুক্ত ধনু আনসারি জখম হন।

নিজস্ব সংবাদদাতা
সোনামুখী শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০১:৪৯
Share: Save:

বোমা ফেটে জখম হওয়ার ঘটনায় এক ব্যক্তিকে শুক্রবার বিকেলে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আতাই মণ্ডল। পুলিশ জানিয়েছে, সোনামুখীর পূর্ব নবাসন অঞ্চলের দুবরাজপুর গ্রামে আতাইয়ের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা বাঁধার সময় একটি বোমা ফেটে গিয়ে তাঁর স্ত্রী মালা বেগম ও ওই কাজে যুক্ত ধনু আনসারি জখম হন। বর্ধমানে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার পর আতাইয়ের বাড়ি থেকে কয়েকটি তাজা বোমা ও কিছু বোমা বানানোর মশলা উদ্ধার করা হয়েছে। এ দিকে শনিবার সোনামুখীর মানিকবাজার পঞ্চায়েতের দু’টি আসনে ও পিয়ারবেড়ায় একটি আসনে উপ নির্বাচন। সিপিএমের জেলা কমিটির সদস্য শেখর ভট্টাচার্যের অভিযোগ, “আমাদের দলীয় কর্মী ও ভোটারদের ভয় দেখানের জন্য এই বোমা বানানো চলছিল।” যদিও সোনামুখীর তৃণমূল পুরপ্রধান সুরজিৎ মুখোপাধ্যায় সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেন, “আমরা সব সময় মানুষের সঙ্গে থাকি। এর জন্য সিপিএম আমলের মতো ভোটের সময় বোমা বানাতে হয় না। ও সব দুর্বৃত্তদের কাজ। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sonamukhi blast police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE