Advertisement
২৩ এপ্রিল ২০২৪
সাঁইথিয়ায় গণপিটুনি

মাইকে সচেতনতার প্রচার

আইন কেউ নিজের হাতে নেবেন না। কোনও রকম গুজবে কান দেবেন না। এলাকায় সন্দেহজনক ভাবে কাউকে ঘোরাঘুরি করতে দেখলে সবার আগে পুলিশ-প্রশাসনকে খবর দিন। বুধবারের গণপিটুনির ঘটনা থেকে শিক্ষা নিয়ে যৌথ ভাবে এলাকায় এমনই সচেতনতামূলক প্রচার শুরু করল সাঁইথিয়া থানা ও পুরসভা। বৃহস্পতিবার সকালে শহরের সমস্ত অলিগলি-সহ মেন রাস্তায় মাইকে ওই প্রচার চালানো হয়।

নিজস্ব সংবাদদাতা
সাঁইথিয়া শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০২:১৮
Share: Save:

আইন কেউ নিজের হাতে নেবেন না। কোনও রকম গুজবে কান দেবেন না। এলাকায় সন্দেহজনক ভাবে কাউকে ঘোরাঘুরি করতে দেখলে সবার আগে পুলিশ-প্রশাসনকে খবর দিন।

বুধবারের গণপিটুনির ঘটনা থেকে শিক্ষা নিয়ে যৌথ ভাবে এলাকায় এমনই সচেতনতামূলক প্রচার শুরু করল সাঁইথিয়া থানা ও পুরসভা। বৃহস্পতিবার সকালে শহরের সমস্ত অলিগলি-সহ মেন রাস্তায় মাইকে ওই প্রচার চালানো হয়। এ বারের জয়ী কাউন্সিলর তথা বিদায়ী পুরপ্রধান বিপ্লব দত্ত বলেন, ‘‘গত কালের ঘটনাটি খুবই বেদনাদায়ক। শহরে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য স্থানীয় থানার ওসি দেবব্রত সিংহের সঙ্গে আলোচনা করা হয়। তার পরেই যৌথ ভাবে মানুষকে সচেতন করার জন্য এই প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।’’

প্রসঙ্গত, বুধবার সকালে সাঁইথিয়া কলেজ রোডের আংড়াসাংড়া পুকুড়ের কাছে ছেলেধরা সন্দেহে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। জনতার হাত থেকে পুলিশ কোনও রকমে ওই ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে কোনও মামলাও রুজু করলেও ২৪ ঘণ্টা পরেও পুলিশ এক জনকেও গ্রেফতার করেনি। এ ব্যাপারে এসপির কোনও প্রতিক্রিয়া মেলেনি। এ দিকে, গণপিটুনিতে জখম ওই ব্যক্তির পরিচয় এখনও উদ্ধার করা যায়নি। সিউড়ি সদর হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসাধীন ওই ব্যক্তির অবস্থার এখনও তেমন উন্নতি হয়নি। পুলিশের অনুমান, ওই ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE