Advertisement
০৭ মে ২০২৪

ফের চুরি গেল চন্দন

কিছু দিন বন্ধ থাকার পরে ফের চন্দন গাছ চুরি শুরু হয়েছে শান্তিনিকেতনে। পূর্বপল্লি এলাকার ঘটনাটি মঙ্গলবার সকালে জানাজানি হয়। এক বাসিন্দার চন্দন গাছের অংশ বিশেষ চুরি গিয়েছে। বাড়ির মালিক না থাকায় এ দিন অবশ্য থানায় কোনও অভিযোগ হয়নি।

চুরি যাওয়া শাখা। নিজস্ব চিত্র।

চুরি যাওয়া শাখা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪৭
Share: Save:

কিছু দিন বন্ধ থাকার পরে ফের চন্দন গাছ চুরি শুরু হয়েছে শান্তিনিকেতনে। পূর্বপল্লি এলাকার ঘটনাটি মঙ্গলবার সকালে জানাজানি হয়। এক বাসিন্দার চন্দন গাছের অংশ বিশেষ চুরি গিয়েছে। বাড়ির মালিক না থাকায় এ দিন অবশ্য থানায় কোনও অভিযোগ হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এলাকার বাসিন্দা আনন্দরূপ চক্রবর্তীর বাড়ি থেকে আনুমানিক ৫ ফুট লম্বা চন্দন গাছের একটি শাখা কে বা কারা কেটে নিয়েছে। ওই বাড়ির ভাড়াটে সুমন্ত দাস বলেন, ‘‘বাড়ির কেয়ারটেকার শ্রীকান্ত মহাপাত্র সকালে বিষয়টি দেখতে পান। ঘটনার কথা বাড়ি মালিককে জানানো হয়েছে।’’ শান্তিনিকেতন থানা এলাকার বিশ্বভারতীর মালিকানাধীন এবং ব্যক্তি মালিকানাধীন একাধিক এলাকা থেকে দেদার চন্দন গাছ চুরি গিয়েছে অতীতে। একটি ঘটনারও কিনারা করতে পারেনি পুলিশ। বেশ কিছু দিন বন্ধ ছিল চন্দন গাছ চুরি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশি নজরদারি শিথিল হওয়ার কারণেই ফের চন্দন গাছ চুরি গেল। পুলিশ কর্তারা অবশ্য মুখে কুলুপ এঁটেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sandalwood trees Stolen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE