Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নেতার বাইকে আগুন, জল্পনা

পুলিশ জানিয়েছে, গভীর রাতে দুষ্কৃতীরা পাঁচিল টপকে ভিতরে ঢুকেছিল। খোলা বারান্দার একপাশে গ্যারাজে রাখা ছিল মোটারবাইক। তাতে আগুন দেওয়া হয়। বাইরে ছিল ছেলের গাড়ি।

পোড়া মোটরবাইক। বৃহস্পতিবার আদ্রায়। —নিজস্ব চিত্র

পোড়া মোটরবাইক। বৃহস্পতিবার আদ্রায়। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
আদ্রা শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০০:৫৯
Share: Save:

তৃণমূল নেতার বাড়িতে ঢুকে বারান্দায় রাখা মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল।

বুধবার রাতে আদ্রায় তৃণমূলের জেলা সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। জয়বাবুর দাবি, মোটরবাইকের তেলের ট্যাঙ্ক পর্যন্ত আগুন না ছড়ানোয় বড়সড় বিপদ থেকে তাঁরা রক্ষা পেয়েছেন। তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো বলেন, ‘‘পুলিশকে তদন্ত করে ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জন্য বলা হয়েছে।” পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, ‘‘সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।”

তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে জড়িত আদ্রার বাসিন্দা জয়বাবু। সম্প্রতি তিনি জেলাপরিষদের কো-মেন্টরের দায়িত্ব পেয়েছেন। তাঁর বক্তব্য, এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। আদ্রার কালিমোড় এলাকায় রেলের থেকে লিজ নেওয়া বাড়িতে দীর্ঘ দিন ধরেই থাকেন ওই তৃণমূল নেতা। বাড়িতে রয়েছেন স্ত্রী, ছেলে, পুত্রবধূ এবং নাতনি। বুধবার বাড়িতে জয়বাবুর স্ত্রী ছিলেন না। পুলিশ জানিয়েছে, গভীর রাতে দুষ্কৃতীরা পাঁচিল টপকে ভিতরে ঢুকেছিল। খোলা বারান্দার একপাশে গ্যারাজে রাখা ছিল মোটারবাইক। তাতে আগুন দেওয়া হয়। বাইরে ছিল ছেলের গাড়ি। তার তিনটি চাকার হাওয়া খুলে দেয় দুষ্কৃতীরা। গ্যারাজের পাশেই রান্নাঘর। সেখানে গ্যাসের সিলিন্ডার ছিল।

জয়বাবু বলেন, ‘‘কোনও ভাবে মোটরবাইকের তেলের ট্যাঙ্কে আগুন ছড়ালে ফেটে গিয়ে বড় বিপদ হতে পারত।’’ বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গ্যারাজের একাংশের দেওয়াল ও ছাদের কিছুটা পুড়ে গিয়েছে।

জয়বাবু জানান, সচারচর রাত ১০টা-১১টা নাগাদ পুরুলিয়ার পার্টি অফিস থেকে বাড়ি ফেরেন। বুধবার দলের জেলা পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায় রঘুনাথপুরে জঙ্গলমহল কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন। তিনিও গিয়েছিলেন সেখানে। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বাড়ি ফিরে আসেন। বৃষ্টির জন্য আর বেরোননি। রাত ১২টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছিলেন।

জয়বাবু বলেন, ‘‘ভোরে ঘুম থেকে উঠে পোড়া গন্ধ পাই। দেখি আধপোড়া মোটরবাইক।’’ খবর যায় পুলিশে। দুপুরে আদ্রা থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। তবে সেখানে কারও নাম উল্লেখ করেননি জয়বাবু। তিনি বলেন, ‘‘কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। কে বা কারা এটা করতে পারে বুঝতে পারছি না। কিন্তু ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ আছে। পুলিশ তদন্ত করে বের করুক।”

তদন্তে গিয়েছিলেন আদ্রা থানার ওসি কৌশিক বন্দ্যোপাধ্যায়। কিছু পরে যান এসডিপিও (রঘুনাথপুর) দুর্বার বন্দ্যোপাধ্যায় ও সিআই রজতকান্তি পাল। তদন্তের জন্য আরপিএফের থেকে স্নিফার ডগ নিয়ে আসে পুলিশ। কিন্তু গ্যারাজ থেকে পাঁচিল পর্যন্ত গিয়ে সেটি ফিরে আসে। পুলিশের অনুমান, বৃষ্টিতে তথ্যপ্রমাণ ধুয়ে নষ্ট হয়ে থাকতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bike TMC Adra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE