Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বাঁকুড়ার সব্জি যাচ্ছে সিঙ্গুরে

এক ঢিলে দুই পাখি। এক দিকে আকাশ ছোঁয়া দামের থেকে ক্রেতাদের নিস্তার দেওয়া। অন্য দিকে সব্জি চাষিদের লাভের গুড় যাতে ফড়েরাই লুটে নিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করা। ‘সুফল বাংলা’ প্রকল্পের মাধ্যমে এই দুই সমস্যারই সমাধান করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৭
Share: Save:

এক ঢিলে দুই পাখি। এক দিকে আকাশ ছোঁয়া দামের থেকে ক্রেতাদের নিস্তার দেওয়া। অন্য দিকে সব্জি চাষিদের লাভের গুড় যাতে ফড়েরাই লুটে নিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করা। ‘সুফল বাংলা’ প্রকল্পের মাধ্যমে এই দুই সমস্যারই সমাধান করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। আজ, বৃহস্পতিবার জেলাশাসক মৌমিতা গোদারা বসু জেলায় প্রকল্পটির পথচলার সূত্রপাত করবেন।

সুফল বাংলা প্রকল্পে রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি স্টল বানানোর কাজ শুরু হয়েছে। চাষিদের থেকে রাজ্য সরকার সরাসরি সব্জি কিনে সরকারি দামে খোলা বিক্রি করবে। থাকবে ‘হোম ডেলিভারি’-র ব্যবস্থাও। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার মধ্যে আপাতত বাঁকুড়া ও বিষ্ণুপুর পুর-শহরে একটি করে সুফল বাংলার সব্জি স্টল গড়া হবে। পুজোর পরেই বাঁকুড়া শহরের নতুনচটি এলাকার কৃষক বাজারে একটি স্টল চালু হওয়ার কথা। তার পরে বিষ্ণুপুরের স্টলটি চালু হবে বলে জানা গিয়েছে।

এই প্রকল্পে ইতিমধ্যেই রাজ্য জুড়েই চাষিদের থেকে সব্জি কিনতে নেমে পড়েছে কৃষি বিপণন দফতর। জেলা থেকে সব্জি সংগ্রহ করে সেগুলি পাঠানো হচ্ছে সিঙ্গুরের ‘তাপসী মালিক কৃষক বাজার’-এ। জেলায় সুফল বাংলার স্টল এখনও চালু না হলেও আজ, বৃহস্পতিবার থেকেই সব্জি কিনে সিঙ্গুরে পাঠানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। সেই প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে শুরু করবেন জেলাশাসক। তিনি বলেন, “এই প্রকল্পে চাষি ও সাধারণ ক্রেতা, দু’পক্ষই লাভবান হবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sufal bangla
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE