Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ অক্টোবর ২০২১ ই-পেপার

TMC: বাড়িতে বসে থাকার জন্য ভোটে জেতানো হয়নি, তৃণমূল বিধায়কদের সতর্কবাণী অনুব্রতের

বোলপুর ০৪ অগস্ট ২০২১ ২২:২০
সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল।

সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল।
নিজস্ব চিত্র।

নবনির্বাচিত তৃণমূল বিধায়কদের সঙ্গে প্রথম বৈঠকেই কঠিন লড়াইয়ে জয় ছিনিয়ে আনার জন্য অভিনন্দন জানিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অভিনন্দনের পাশাপাশি শোনালেন সতর্কবাণীও। বুধবার বোলপুরে দলীয় সভায় জেলার নবনির্বাচিত তৃণমূল বিধায়কদের উদ্দেশে অনুব্রতের মন্তব্য, ‘‘বাড়িতে বসে থাকার জন্য আপনাদের এমএলএ করা হয়নি। এলাকায় ঘোরার জন্য করা হয়েছে।’’

বুধবার বোলপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলার নতুন বিধায়ক-সহ জেলা পদাধিকারিদের নিয়ে বৈঠক করেন অনুব্রত। বৈঠকে হাজির ছিলেন জেলার ১০ তৃণমূল বিধায়কেরর সকলেই। বৈঠক শুরু হয় দপুর সাড়ে ৩ নাগাদ। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। দলীয় সূত্রের খবর, সাংগঠনিক আলাপ-আলোচনা এবং দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিংহও। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে অনুব্রত বলেন, ‘‘প্রায় প্রত্যেক মাসেই জেলা নেতৃত্বের বৈঠক হয়। এ বারও হল। বিধায়কদের এলাকায় ঘুরে কাজকর্ম দেখতে বললাম।’’ অনুব্রতের দাবি, বাড়িতে বসে থাকার জন্য দল টিকিট দিয়ে ভোটে জেতায়নি বলেও তিনি বিধায়কদের জানিয়ে দিয়েছেন।

Advertisement

পাশপাশি, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি জানান, তিনি দলের কিছু সাংগঠনিক পরিবর্তন করেছেন। বিধানসভার নির্বাচনী ফলাফলের ভিত্তিতেই আরও কিছু পরিবর্তন করা হবে। তাঁর কথায়, ‘‘যাঁরা কাজ করতে পারছেন না, বৈঠক হলে তাঁদের বিষয়ে দলীয় নেতৃত্বকে জানাব। নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে যা নির্দেশ দেবে তাই করব।’’

আরও পড়ুন

Advertisement