Advertisement
১০ মে ২০২৪

ঝালদায় ফের ধাক্কা কংগ্রেসে

ঝালদায় ফের ধাক্কা খেল কংগ্রেস। ঝালদা ১ ব্লকের আরও একটি পঞ্চায়েতের দখল তাদের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল। রবিবার সকালে পুরুলিয়া শহরে তৃণমূলের জেলা কার্যালয়ে এসে ঝালদা ১ ব্লকের হেঁসাহাতু পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান পার্বতী রজক-সহ কংগ্রেসের দুই ও সিপিএমের এক সদস্য তৃণমূলে যোগ দেন।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ০১:১৯
Share: Save:

ঝালদায় ফের ধাক্কা খেল কংগ্রেস। ঝালদা ১ ব্লকের আরও একটি পঞ্চায়েতের দখল তাদের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল। রবিবার সকালে পুরুলিয়া শহরে তৃণমূলের জেলা কার্যালয়ে এসে ঝালদা ১ ব্লকের হেঁসাহাতু পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান পার্বতী রজক-সহ কংগ্রেসের দুই ও সিপিএমের এক সদস্য তৃণমূলে যোগ দেন। তাঁদের দলে স্বাগত জানিয়ে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো। উপস্থিত ছিলেন বাঘমুণ্ডি বিধানসভায় তৃণমূলের প্রার্থী সমীর মাহাতো। শাসকদলের দাবি, তাঁদের যোগদানে হেঁসাহাতু পঞ্চায়েতের দখল পেল তৃণমূল।

গত পঞ্চায়েত নির্বাচনে হেঁসাহাতুতে আটটি আসনের মধ্যে ছ’টি পেয়েছিল কংগ্রেস। একটি করে আসনে জিতেছিল তৃণমূল ও সিপিএম। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় পঞ্চায়েতে বোর্ড গড়েছিল কংগ্রেস। প্রধান দাবি করেন, ‘‘রাজ্য সরকারের উন্নয়নের শরিক হতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।’’

তবে ঘটনা হল দলবদলের পরে হেঁসাহাতুতে তৃণমূলের সদস্য সংখ্যা চারে দাঁড়িয়েছে। অর্থ্যাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি তৃণমূল। তার পরেও এই পঞ্চায়েতটি তাঁদের দখলে এল বলে এ দিন দাবি করেছেন শান্তিরামবাবু। তাঁর ব্যাখ্যা, ‘‘হেঁসাহাতু পঞ্চায়েতের প্রধানের পদটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। পার্বতীদেবী ছাড়া মাত্র আর যে একজন তফসিলি জাতির সদস্য আছেন, তিনি তৃণমূলের প্রতীকে জিতেছেন। ফলে পার্বতীদেবী তৃণমূলে যোগ দেওয়াতে বর্তমানে তফসিলি জাতি থেকে জেতা দুই সদস্যই তৃণমূলের হল। ফলে প্রধানের পদটি তৃণমূলের দখলেই থাকছে। তাই পঞ্চায়েতটি শাসকদলের দখলে এসেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jhalda TMC Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE