Advertisement
০৯ মে ২০২৪

প্রার্থী বাছতে জেলায় নেতারা

পুরভোটের প্রার্থী বাছতে পরপর দু’দিন বাঁকুড়ায় ঘুরে গেলেন বিজেপি ও তৃণমূলের দুই শীর্ষ নেতা। রবিবার বাঁকুড়ার সার্কিট হাউসে জেলা তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন সাংসদ শুভেন্দু অধিকারী। শনিবার শহরে এসেছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ।

বাঁকুড়া সার্কিট হাউসে শুভেন্দু অধিকারী।—নিজস্ব চিত্র।

বাঁকুড়া সার্কিট হাউসে শুভেন্দু অধিকারী।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৫ ০০:২২
Share: Save:

পুরভোটের প্রার্থী বাছতে পরপর দু’দিন বাঁকুড়ায় ঘুরে গেলেন বিজেপি ও তৃণমূলের দুই শীর্ষ নেতা। রবিবার বাঁকুড়ার সার্কিট হাউসে জেলা তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন সাংসদ শুভেন্দু অধিকারী। শনিবার শহরে এসেছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ।

শুভেন্দুবাবুর সঙ্গে বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী, জেলা সভাপতি অরূপ খাঁ, বিধায়ক শুভাশিস বটব্যাল, মিনতি মিশ্র, বাঁকুড়া পুরসভার বিদায়ী পুরপ্রধান শম্পা দরিপা প্রমুখ।। বর্তমান কাউন্সিলরদের প্রার্থী করার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা আগেই জানিয়েছে তৃণমূল। এ দিন বৈঠকেও এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। তবে এ দিন প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার তৃণমূল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বৈঠক প্রসঙ্গে শুভেন্দুবাবু অবশ্য কিছু মন্তব্য করেননি। তাঁর কথায়, “দলের নির্দেশ মেনেই পুরভোটের আগে প্রার্থী নির্বাচন নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। জেলার বাঁকুড়া ও বিষ্ণুপুর পুরসভা আমাদের হাতে রয়েছে। সোনামুখীতে আমরা বিরোধী। আগামী পুরভোটে বাঁকুড়া ও বিষ্ণুপুর ধরে রাখার পাশাপাশি সোনামুখীতে আমরা ক্ষমতায় আসার জন্য লড়াই করব।”

অন্য দিকে, বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাহুলবাবু বৈঠকে দলীয় কর্মীদের সাফ জানিয়ে দিয়েছেন নতুন যাঁরা দলে যোগ দেবেন, যোগ্য মনে হলে দল তাঁদের টিকিট দেবে। বিষয়টি নিয়ে দলের দীর্ঘদিনের কর্মীদের একাংশের মনে প্রশ্ন রয়েছে বুঝে তিনি এর কারণও খোলসা করে দিয়েছেন। বিজেপির জেলা মুখপাত্র অজয় ঘটক বলেন, “রাজ্য সভাপতি জানিয়েছেন ভোটে জেতাই এখন তাঁদের প্রথম লক্ষ। এ ক্ষেত্রে যোগ্য প্রার্থী নির্বাচন সবচেয়ে বড় পদক্ষেপ। তাই নতুন- পুরনো বলে কোনও বিভেদ থাকবে না। সাংবাদিকদের রাহুলবাবু বলেন, “আমরা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিকেই প্রার্থী করব। যাঁদের বিরুদ্ধে কোনও রকম দুর্নীতি বা অপরাধমূলক অভিযোগ থাকবে তাঁদের দল টিকিট দেবে না।” কবে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে তা অবশ্য এখনও ঠিক হয়নি।

এ দিকে শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় সাংবাদিকদের। শুভেন্দুবাবুর পাশ থেকে উঠে এসে ‘মিডিয়া ঢুকবে না’ বলে চিত্‌কার করতে করতে চিত্র সাংবাদিকদের উপরে ঝাঁপিয়ে পড়েন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। পরে অবশ্য এ জন্য তিনি দুঃখপ্রকাশ করেন। তবে ওই ঘটনায় জেলা নেতাদের অনেকেই বিব্রত হয়ে পড়েন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bankura municipal poll candidates tmc bjp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE