Advertisement
১৭ এপ্রিল ২০২৪

তহবিল সংগ্রহে শহরের পথে নেতারা

দলের জেলা সম্পাদক প্রদীপ রায় জানাচ্ছেন, এই গণ-তহবিল সংগ্রহ অভিযান গোটা জেলা জুড়েই শুরু হয়েছে। তাঁর কথায়, ‘‘তৃণমূল বা বিজেপি-র অর্থের যে আস্ফালন, সেটার সঙ্গে তো আমরা কোনও ভাবেই পাল্লা দিতে পারব না। তাই মানুষের কাছ থেকেই এ ভাবে অর্থ সংগ্রহ করছি।’’

আবেদন: পুরুলিয়ার মধ্যবাজারে। নিজস্ব চিত্র

আবেদন: পুরুলিয়ার মধ্যবাজারে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০০:০০
Share: Save:

অনেক দিন পরে এমনটা দেখল পুরুলিয়া শহর। বাজারে, রাস্তায়, দোকানে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন সিপিএমের শীর্ষ নেতারা। রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া, রাজ্য মন্ত্রীসভার প্রাক্তন সদস্য বিলাসীবালা সহিস, রবীন্দ্রনাথ হেমব্রম, দলের জেলা সম্পাদক প্রদীপ রায়, বর্ষীয়ান নেতা স্বপন বন্দ্যোপাধ্যায়, নিখিল মুখেপাধ্যায়, দীননাথ লোধা— সাড়ে তিন দশক এক ডাকে মানুষ যাঁদের চিনতেন। ব্যানারে লেখা— ‘ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী তহবিলে মুক্তহস্তে দান করুন’।

এ দিন শহরের নামোপাড়া, মধ্যবাজার, চকবাজার, কাপড়গলির মোড়-সহ বিভিন্ন জায়গায় ঘুরেছেন সিপিএম নেতারা।

দলের জেলা সম্পাদক প্রদীপ রায় জানাচ্ছেন, এই গণ-তহবিল সংগ্রহ অভিযান গোটা জেলা জুড়েই শুরু হয়েছে। তাঁর কথায়, ‘‘তৃণমূল বা বিজেপি-র অর্থের যে আস্ফালন, সেটার সঙ্গে তো আমরা কোনও ভাবেই পাল্লা দিতে পারব না। তাই মানুষের কাছ থেকেই এ ভাবে অর্থ সংগ্রহ করছি।’’ বাসুদেববাবু বলেন, ‘‘আমরা ঠিক করেছিলাম অর্থ সংগ্রহের আবেদন নিয়ে প্রতিটি বাড়িতে যাব। তাতে মানুষের সঙ্গে যোগাযোগও বাড়বে। কিন্তু আচমকা নির্বাচন ঘোষিত হওয়ায় সেই কর্মসূচি কিছুটা হলেও ব্যাহত হবে।’’

এ দিকে জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুজয় বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘‘মানুষের কাছে তহবিল সংগ্রহ করছেন এ তো ভাল কথা। কিন্তু ক্ষমতায় থাকার সময়ে ওঁদের নেতাদের যে সমস্ত অট্টালিকা গড়ে উঠেছে, ঝাঁ চকচকে পার্টি অফিস হয়েছে, সেগুলোর টাকা কী ভাবে এসেছিল সেটাও সবাই জানতে চাইছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE